রাজ্যের CNCI-তে চাকরি! গ্রুপ-সি ক্লার্ক নিয়োগ | CNCI Group-C Clerk Recruitment

CNCI Group-C Clerk Recruitment

কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট (Chittaranjan National Cancer Institute) অর্থাৎ CNCI তে গ্রুপ-সি সহ অন্য পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে এটি অবশ্যই একটি বড়ো খবর। গ্রুপ-C পদ হওয়ায় অনেকেই এখানে আবেদন করতে পারবে। নিচে থেকে পরপর নিয়োগের ব্যাপারে ভালো করে জেনে তারপর আবেদন করতে হবে। 

CNCI তে নিয়োগের বিস্তারিত তথ্য

1. পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক / Lower Division Clerk

শূন্যপদ – এখানে মোট 10 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সাথে ইংরেজিতে 35 w.p.m. এবং হিন্দিতে 30 w.p.m. টাইপিং দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা – এই পদের জন্য 30 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়মে বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – 19,900 – 63,200 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টাইপিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে। লিখিত পরীক্ষাটি 300 নম্বরের হবে। মোট 150 টি প্রশ্ন থাকবে। Language
(English or Hindi), General Intelligence, Quantitative Aptitude, Reasoning ability, General Awareness থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়।

2. পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান / Laboratory Technician

শূন্যপদ – এখানে মোট 30 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের Medical Laboratory technology তে ডিগ্রি থাকতে হবে। সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়সসীমা – এই পদের জন্য 32 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়মে বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম – 29,200 – 92,300 টাকা করে বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে। লিখিত পরীক্ষাটি 200 নম্বরের হবে। মোট 200 টি প্রশ্ন থাকবে। 2.5 ঘন্টার পরীক্ষা নেওয়া হবে। সিলেবাসের বিষয়ে বিশদভাবে জানতে নীচের লিঙ্ক থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য https://recruitment.nta.nic.in/ অথবা, https://www.cnci.ac.in/career/ যে কোনও একটি লিঙ্কে গিয়ে নিজের সমস্ত তথ্য প্রদান করে রেজিস্টার করে নিতে হবে। এরপরে প্রয়োজনীয় নথিপত্রের ছবি এবং নিজের ফটো আপলোড করতে হবে। সবশেষে, আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে প্রার্থীদের যা আবেদন মূল্য দিতে হবে, যা নিম্নরূপ।

  • General, EWS and OBC – Rs.1000
  • SC/ST & Women – Rs. 600
  • PwDs – Nil

আবেদনের সময়সীমা

২৮ মে ২০২৩ তারিখের মধ্যে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇