9,212 শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ছেলে-মেয়ে সকলের জন্য চাকরির সুযোগ | CRPF Constable Recruitment 2023

CRPF Constable Recruitment Notice

কেন্দ্রীয় সরকারের Central Reserve Police Force বা CRPF এ মোট 9,212 টি পদে কন্সটেবল নিয়োগ করা হবে। একাধিক পদে কর্মীদের নিয়োগ করা হবে এবং প্রতিটি পদের জন্য যোগ্যতাও আলাদা আলাদা চাওয়া হয়েছে। দেশের প্রতিটি রাজ্যের মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। পদের বিবরণ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে নীচে বিশদভাবে আলোচনা করা হল।

যে পদে নিয়োগ হবে

CRPF এর কনস্টেবল (Technical & Tradesmen) পদে নিয়োগ করা হবে।

যেসব ট্রেড রয়েছে 

Driver, Motor Mechanic Vehicle, Cobbler, Carpenter, Tailor, Brass Band, Pipe Band, Buglar, Gardner, Painter, Cook, Water Carrier, Washerman, Barber এবং Safai Karmachari. 

মোট শূন্যপদ

এখানে মোট 9,212 টি শূন্যপদ রয়েছে তার মধ্যে পুরুষদের জন্য 9105 টি এবং মহিলাদের জন্য 107 টি শূন্যপদ রাখা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

CT/Driver- এই পদের জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি হেভি ট্রান্সপোর্ট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

CT/Mechanic Motor Vehicle- এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং Mechanic Motor Vehicle এ ITI ট্রেনিং করা থাকতে হবে। এই কাজে এক বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

অন্যান্য সমস্ত Tradesmen এর জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

Constable(Driver)- এখানে 21-27 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন।

Constable (MMV/Cobbler/ Carpenter/ Tailor/Brass Band/Pipe Band/ Bugler/ Gardner/ Painter/Cook/Water Carrier / Washerman/ Barber/ SafaiKaramchari/ Mason/ Plumber/ Electrician) এই ট্রেডগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18-23 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। https://crpf.gov.in/recruitment এই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করা লিংক নিচে দেওয়া রয়েছে। 

এই নিয়োগের বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। 

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য 100 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এই আবেদন মূল্যটি কেবল UR, OBC, EWS পুরুষদের দিতে হবে।

আবেদনের সময়সীমা

27/03/2023 তারিখ থেকে এখানে আবেদন শুরু হবে এবং আগামী 25/04/2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রথমে 100 নম্বরের একটি CBT নেওয়া হবে। তারপর যথাক্রমে Physical Standard Test, Medical Test, Trade Test এবং Document Verification করে প্রার্থীদের নিয়োগ করা হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার লিংক: Apply Now (27/03/2023)

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরি 👇👇