পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেকটর অফিস থেকে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি বা চাকরির নিয়োগের নোটিশ প্রকাশ করা হয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিসে ডিসট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে এই নিয়োগটি করা হবে। আরো জানিয়ে রাখি, এক্ষেত্রে মূলত রূপশ্রী প্রকল্পে ব্লক অফিসে নিয়োগ করা হচ্ছে।
নিচে থেকে এইবার আমরা জানবো- গ্রুপ C এর কোন কোন পদে নিয়োগ করা হবে, শুন্যপদের সংখ্যা কয়টি রয়েছে, বয়স কত হতে হবে, বেতন কত দেওয়া হবে এবং ইচ্ছুক প্রার্থীরা কিভাবে আবেদন করবে ইত্যাদি বিষয়ে। তাই আবেদন করতে চাইলে অবশ্যই একবার জেনে নিন, আপনি আবেদন করতে পারবেন কিনা তা দেখে নিন।
নোটিশ নম্বরঃ 65/ SW-Hug
নোটিশ প্রকাশের তারিখঃ 02.02.2022
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) অ্যাকাউন্ট্যান্ট (Accountant)
(2) ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator)
পদ সংক্রান্ত খুটিনাটি তথ্য (Post Details)
(1) পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট
বেতন- প্রতি মাসে 15 হাজার টাকা
বয়স- 01.02.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। সরকারি অবসরপ্রাপ্ত কর্মী হলে 64 বছরের কম বয়স হলে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা-
- কমার্স বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে।
- কম্পিউটারে MS Word, MS Excel, MS Power Point এর কাজ জানতে হবে।
- স্প্রীড শিট, ট্যালি এবং প্রেজেন্টেশন এর কাজের জ্ঞান থাকতে হবে।
- সেইসাথে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1 (ST)
(2) পদের নাম- ডাটা এনট্রি অপারেটর
বেতন- প্রতি মাসে 11 হাজার টাকা
বয়স- 01.02.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। ST, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা-
- যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
- কম্পিউটারে MS Word, MS Excel, MS Power Point এর কাজ জানতে হবে।
- কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপিং করতে পারতে হবে।
- যেকোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 2 (UR-1, ST-1)
বিশেষ যোগ্যতাঃ আবেদকারীকে অবশ্যই হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল, এক বছরের জন্য নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ হুগলি জেলায় নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
নিম্নলিখিত প্রক্রিয়ায় নিয়োগ করা হবে-
(1) লিখিত পরীক্ষা (Written Examination)
(2) ইন্টারভিউ (Interview)
(3) পার্সোনালিটি টেস্ট (Personality Test)
পরীক্ষার সিলেবাসঃ
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হল- hooghly.nic.in. ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা নিচে আবেদন করার লিংকটি আপডেট করে দেবো।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 02.02.2022 |
আবেদন শুরু | 08.02.2022 |
আবেদন শেষ | 28.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ আবেদন করার লিংকঃ Apply Now (Update Soon)
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রাজ্যের জেলায় গ্রুপ-D পদে চাকরি
- রাজ্যে পাবলিক স্কুলে গ্রুপ-D স্টাফ নিয়োগ
- রাজ্যে ফুড সাপ্লাই বিভাগে গ্রুপ-C কর্মী নিয়োগ