পশ্চিমবঙ্গের দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইন্সটিটিউট (CSIR) থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি (Recruitment Notice) প্রকাশিত হলো। লিখিত কোন পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে চাকরি দেওয়া হবে। এর জন্য কোথাও লাইনে দাঁড়িয়ে ফর্ম তোলার এবং আবেদন করার ফর্ম জমা দেওয়ার দরকার নেই।
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই এই চাকরির জন্য সব জেলা থেকেই আবেদন করা যাবে। যদিও আগে থেকে আবেদন করার দরকার নেই। শুধুমাত্র ইন্টারভিউ এর দিন উপস্থিত থাকলেই হবে।
তাই যারা যারা এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে ইচ্ছুক তাদেরকে নিয়োগের বিষয়ে বিস্তারিত বিষয় যেমন কোন পদে নিয়োগ করা হচ্ছে, মাসিক বেতন কত দেওয়া হবে, ইন্টারভিউ কবে, কখন এবং কোথায় নেওয়া হবে ইত্যাদি বিষয়ে ভালো করে জেনে নেওয়া দরকার। এগুলি নিচে থেকে জানতে পারবেন।
Durgapur CSIR Recruitment 2022
দুর্গাপুর CSIR নিয়োগের বিস্তারিত তথ্য (Durgapur CSIR Recruitment Details)
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: 4/18/2022-Rct
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 29.11.2022
যে সমস্ত পদে নিয়োগ করা হবে:
(1) প্রজেক্ট অ্যাসোসিয়েট (Project Associate)
(2) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট (Project Assistant)
(3) প্রজেক্ট JRF (Project JRF)
বেতন:
(1) প্রজেক্ট অ্যাসোসিয়েট- প্রতি মাসে ২৫ হাজার থেকে ৩১ হাজার টাকা।
(2) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট- প্রতিমাসে ২০ হাজার টাকা।
(3) JRF- প্রতি মাসে ৩১ হাজার টাকা।
বয়স সীমা:
(1) প্রজেক্ট অ্যাসোসিয়েট- এই পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ৩৫ বছরের কম থাকতে হবে।
(2) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট- এই পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ৫০ বছরের কম থাকতে হবে।
(3) JRF- এই পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ২৮ বছরের কম থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
(1) প্রজেক্ট অ্যাসোসিয়েট- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে B.E./ B.Tech-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে।
(2) প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা করতে হবে।
(3) প্রজেক্ট JRF- B.E/B.Tech/M.E/M.Tech-এ মেকানিক্যাল/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে।
বিঃদ্রঃ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আরো ভালোভাবে জানার জন্য নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। অফিশিয়াল বিজ্ঞপ্তির প্রথম পেজেই পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
শূন্যপদ:
এক্ষেত্রে বিভিন্ন পদ মিলিয়ে মোট ১৬ টি শূন্য পদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত কোন পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ: 08.12.2022 এবং 09.12.2022
ইন্টারভিউ এর সময়: ইন্টারভিউ এর রিপোর্টিং টাইম 9.30 AM – 11.00 AM.
ইন্টারভিউ এর স্থান:
CSIR-Central Mechanical Engineering Research Institute (CSIR-CMERI), Mahatma Gandhi Avenue, Durgapur – 713 209, Paschim Bardhaman, West Bengal.
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 জেলা স্বাস্থ্য আধিকারিকের অফিসে চাকরি
🎯 লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের বস্ত্র দপ্তরে চাকরি
🎯 ধরা খেলো ১৮৩ ভুয়ো শিক্ষক, তালিকা প্রকাশ করল SSC