রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আজকে আমরা আরো একটি দারুন আপডেট নিয়ে হাজির হয়েছি। রাজ্যের শ্রম দপ্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ সহ অন্যান্য যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার যদি এই গুলির মধ্যে যেকোনো একটি যোগ্যতাও থাকে তাহলে আবেদন করতে পারবেন।
আপনি কি এই কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য আবেদন করতে চান? হ্যা, থাকলে আগে কোন কোন পদে আবেদন করা যাবে, পদ অনুযায়ী শুন্যপদ কয়টি আছে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং ঠিক কিভাবে আবেদন করতে হবে জেনে নিন। তারপর আবেদন করুন।
বিষয় সূচীঃ-
ESIC Recruitment 2022
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) মাল্টি টাস্কিং স্টাফ (Multi tasking Staff- MTS)
(2) স্টেনোগ্রাফার (Stenographer)
(3) আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk- UDC)
নিয়োগের বিস্তারিত তথ্য (ESIC Recruitment Post Details)
(1) পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা
বয়সসীমা- 15 ফেব্রুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
শুন্যপদ- 203 (UR-82, SC-49, ST-9, OBC-43, EWS-20)
(2) পদের নাম- স্টেনোগ্রাফার
বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা
বয়সসীমা- 15 ফেব্রুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। ১০ মিনিটে ৮০ টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে পারতে হবে।
শুন্যপদ- 4 (UR-2, SC-1, ST-1)
(3) পদের নাম- আপার ডিভিশন ক্লার্ক
বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা
বয়সসীমা- 15 ফেব্রুয়ারি 2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটারে কাজ করার জ্ঞান বা নলেজ থাকতে হবে।
শুন্যপদ- 113 (UR-57, SC-25, ST-5, OBC-15, EWS-11)
বয়সের ছাড় (ESIC Recruitment Age Relaxation)
ST, SC শ্রেণিরা ৫ বছরের, OBC শ্রেণিরা ৩ বছরের, PWD শ্রেনিরা ১০-১৫ বছরের এবং Ex-Servicemen-রা ৩-৮ বছরের ছাড় পাবে।
নিয়োগ প্রক্রিয়া (ESIC Recruitment Process)
প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে এবং নির্দিষ্ট পদের কাজে নিয়োগ করানো হবে।
পরীক্ষার সিলেবাস (ESIC Recruitment Exam Syllabus)
পদভিত্তিক পরীক্ষার সিলেবাস অফিসিয়াল নোটিশের ৮ নম্বর পেজে দেওয়া আছে। অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিংকটি নিচে দেওয়া আছে। ক্লিক করে ডাউনলোড করুন এবং পরীক্ষার সিলেবাসটি দেখুন।
আবেদন প্রক্রিয়া (ESIC Recruitment Application Process)
ESIC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রথমে আবেদনকারীকে তার তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর দরকারি সমস্ত তথ্য দিয়ে এবং কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা নির্বাচন করে নিয়ে অনলাইনে ফর্ম ফিল আপের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার ধাপ (ESIC Step by Step Application)
নিচের কয়েকটি Step বা ধাপ অনুসরন করে আবেদন করতে হবে-
(1) APPLICATION REGISTRATION
(2) PAYMENT OF FEES
(3) DOCUMENT SCANNING AND UPLOADING
আবেদন ফি (ESIC Recruitment Application Fees)
- SC/ST/PWD/ Departmental Candidates, Female Candidates & Ex Servicemen দের জন্য আবেদন ফি লাগবে 250 টাকা (এই টাকাটা পরে রিফান্ড বা ফেরত দেওয়া হবে)।
- বাকীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 500 টাকা।
- Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets এর মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | ————— |
আবেদন শুরু | 15.01.2022 |
আবেদন শেষ | 15.02.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- কমিউনিটি অর্গানাইজার পদে কর্মচারী নিয়োগ
- WBPSC তে চাকরির বিজ্ঞপ্তি জারি 2022
- গ্রুপ-C আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ