রাজ্যে শ্রম দপ্তরে চাকরি! 56,100 টাকা প্রতি মাসে বেতন | ESIC Kolkata Recruitment 2023

ESIC Kolkata Recruitment 2023

রাজ্যে শ্রম দপ্তর তথা শ্রম ও রোজগার মন্ত্রকে কর্মচারী নিয়োগ সংক্রান্ত একটি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতা জেলার ESIC জোকায় জুনিয়র রেসিডেন্ট পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। কেবলমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সব জেলার যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 

নোটিশ নং – 07 OF 2023

নোটিশ প্রকাশ – 16.05.2023

যে পদে নিয়োগ হবে 

জুনিয়র রেসিডেন্ট / Junior Resident

শূন্যপদ 

খানে সর্বমোট 29 টি পদ রয়েছে।

বিভিন্ন ডিপার্টমেন্ট অনুয়ায়ী শূন্যপদ রয়েছে- 

General Medicine (4), Pediatrics (2), Dermatology (2), Psychiatry (2), Respiratory Medicine (2), General Surgery (10), Otorhinolaryngology (2), Ophthalmology (4), Dentistry (1)

দরকারি যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের- 

(1) ভারতীয় নাগরিক হতে হবে।

(2) MBBS ডিগ্রি পাশ করে থাকতে হবে।

(3) ১ বছরের ইন্টার্নশীপ করে থাকতে হবে।

বয়সসীমা

এখানে কেবলমাত্র 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

প্রতি মাসে 56,100 টাকা করে নির্বাচিত প্রার্থীদের বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে কেবলমাত্র সরাসরি ইন্টারভিউ অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

1 বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

নীচের লিঙ্কটি থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 5 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করার পর ঠিকভাবে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ এবং সময়

এখানে ইন্টারভিউ চলবে 29 মে, 2023 এবং 30 মে, 2023 তারিখের সকাল 9 টা থেকে।

ইন্টারভিউয়ের স্থান

ESI- PGIMSR & ESIC Medical College, Joka, Diamond Harbour Road, Kolkata- 700104.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇