গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগ 2022- বেতন, আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া

GDS Recruitment 2022

যারা মাধ্যমিক পাশে পোষ্ট অফিসে চাকরি করতে চাই তাদের জন্য চাকরির দারুন একটি আপডেট। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে গ্রামীন ডাক সেবক বা GDS পদে নিয়োগ শুরু হল।

ইন্ডিয়ান পোষ্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মোট 38,926 শুন্যপদে এই নিয়োগ করা হবে। এটি সারা ভারতব্যাপী ভ্যাকান্সি। আবেদন করার সময় পশ্চিমবঙ্গ সার্কেল সিলেক্ট করে আবেদন করবেন। 

গ্রামীন ডাক সেবকের কোন কোন পোষ্টে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে তা বিস্তারে জেনে নিন। সেইসাথে আবেদন করার লিংকও দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। চলুন তাহলে এইবার নিয়োগের বিষয়ে জানা যাক।

GDS Recruitment 2022 

GDS Recruitment 2022

যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ

(1) ব্র্যাঞ্চ পোষ্ট মাস্টার (Branch Post Master- BPM)

(2) অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোষ্ট মাস্টার/ ডাক সেবক (Assistant Branch Post Master-ABPM/ Dak Sevak) 

বেতন (GDS Recruitment 2022 Salary)

(1) ব্র্যাঞ্চ পোষ্ট মাস্টার (BPM)- প্রতি মাসে 12,000 টাকা 

(2) অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোষ্ট মাস্টার/ ডাক সেবক (ABPM)- প্রতি মাসে 10,000 টাকা 

বয়সসীমা (GDS Recruitment 2022 Age Limit)

18 থেকে 40 বছর বয়সী চাকরিপ্রার্থীরা পোষ্ট অফিসের এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বয়সের হিসেব করতে হবে 05 জুন 2022 তারিখ অনুযায়ী। 

বয়সের ছাড় (GDS Recruitment 2022 Age Relaxation) 

  • SC, ST- 5 বছর 
  • OBC- 3 বছর 
  • PwD- 10 বছর 
  • PwD OBC- 13 বছর 
  • PwD SC, ST- 15 বছর 

শিক্ষাগত যোগ্যতা (GDS Recruitment 2022 Educational Qualification)

মাধ্যমিক পাশ করা থাকলেই এই GDS বা গ্রামীন ডাক সেবক পদে চাকরির জন্য আবেদন করতে পারা যাবে। 

বিশেষ যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে। মোটর বাইক বা স্কুটার চালানো জানলেও সেটিকে সাইক্লিং এর আওতায় আনা হবে। অর্থাৎ আবেদনকারীকে সাইকেল, মোটর বাইক বা স্কুটার চালাতে পারতে হবে। 

সেইসাথে চাকরিপ্রার্থীর স্থানীয় (বাংলা) ভাষায় কথা বলতে, বুঝতে এবং লিখতে পারতে হবে। 

শুন্যপদ (GDS Recruitment 2022 Vacancy)

মোট শুন্যপদ রয়েছে 38,926 টি 

নিয়োগ প্রক্রিয়া (GDS Recruitment 2022 Recruitment Process)

মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া (GDS Recruitment 2022 Application Process)  

ইন্ডিয়ান পোষ্টের GDS নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য প্রতিদিনকার মতো আজকেও আবেদন করার লিংক নিচে দেওয়া হয়েছে। ঐ লিংকে ক্লিক করে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে। 

আবেদন করার জন্য প্রথমে দরকারি তথ্য পুরন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আবেদন করার মেন পেজ খুলে সেখানে কিছু তথ্য পুরন করে শেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

এই পেজের নিচে রেজিস্ট্রেশন করার এবং আবেদন করার আলাদা দুটি লিংক দেওয়া হয়েছে। 

আবেদন ফি (GDS Recruitment 2022 Application Fee)   

অনলাইনে আবেদন করার জন্য 100 টাকা লাগবে। SC, ST, PwD এবং মহিলা আবেদনকারীদের জন্য কোনো রকমের আবেদন ফি লাগবে না। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  02.05.2022
আবেদন শুরু  02.05.2022
আবেদন শেষ 05.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ সার্কেল অনুযায়ী শুন্যপদের লিস্টঃ Download

▶️ রেজিট্রেশন করার লিংকঃ Registration

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-