রাজ্যের আরো একটি পৌরসভায় গ্রুপ-D কর্মী নিয়োগের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হল। উত্তর ২৪ পরগণা জেলার কামারহাটি মিউনিসিপাল কাউন্সিলারের অফিসে নিয়োগ করা হবে।
এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে।
আবেদন করার আগে অবশ্যই করে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, শুন্যপদ কয়টি রয়েছে এবং ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ঠিক কোন পদ্ধতিতে আবেদন করতে পারবে বিস্তারিত জানতে হবে।
নোটিশ প্রকাশের তারিখঃ 23.05.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ
(1) পিওন
(2) মজদুর
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- পিওন
বেতন- প্রতি মাসে 4900 – 16200 টাকা, সাথে 1700 টাকার গ্রেড পে।
বয়সসসীমা- আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ করতে হবে এবং লিখতে ও পড়তে জানতে হবে।
শুন্যপদ- 2 টি (UR-1, OBCA-1)
(2) পদের নাম- মজদুর
বেতন- প্রতি মাসে 4900 – 16200 টাকা, সাথে 1700 টাকার গ্রেড পে।
বয়সসসীমা- আবেদনকারীর বয়স 18 – 40 বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ করতে হবে এবং লিখতে ও পড়তে জানতে হবে।
শুন্যপদ- 3 টি (UR-2, SCEC-1)
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার (Viva Voce)-এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ এবং জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ফর্মটি অফিসিয়াল নোটিশের শেষের পেজে দেওয়া আছে।
প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন করার ফর্মটি A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্ম পূরন করা হয়ে গেলে সেটি একটি খামে ভরতে হবে এবং খামের মুখ বন্ধ করে দিতে হবে।
খামের উপর নোটিশ নম্বর এবং কোন পদের জন্য আবেদন করা হচ্ছে সেটি লিখতে হবে। সব কিছু ঠিক করে নিয়ে এইবার আবেদনপত্রটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
Executive Officer’s room, 1st floor of the main building addressed to the Chairman, Kamarhati Municipality, 1, M.M Feeder Road, P.O. Belghoria, Kolkata-700056.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 23.05.2022 |
আবেদন শুরু | 23.05.2022 |
আবেদন শেষ | 07.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update