পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে মোট 11 হাজার 521 শুন্যপদে নিয়োগের মেমোর্যান্ডাম (Memorandum) প্রকাশিত হল।
কয়েকদিন আগেই আমরা আমাদের ওয়েবসাইটে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং খাদ্য দপ্তরে মোট 12,893 শুন্যপদে নিয়োগ-এর আপডেটের বিষয়ে জানিয়েছিলাম।
সেইমতো স্বাস্থ্য দপ্তরে 11,521 টি শুন্যপদে বিভিন্ন পোষ্টে লোক নিয়োগের সরকারি আপডেট নিশ্চিত হল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবার কল্যান সমিতির তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে।
এই Memorandum নোটিশে পদ অনুযায়ী শুন্যপদের সংখ্যা জানানো হয়েছে।
পদের নাম এবং শুন্যপদঃ
- Block Public Health Units (BPHU)
(1) Block Epidemiologist- 342
(2) Block Public Health Manager- 342
(3) Laboratory Technician- 684
(4) Block Data Manager- 342
- Urban Health & Wellness Centers (UHWCs)
(1) Medical Officer- 1487
(2) Staff Nurse- 1487
(3) ANM (Community Health Assistant- Urban)- 1487
(4) Clerical Assistant (by outsourced basis)- 1487
(5) Clerical Staff (by outsourced basis)- 1487
- Urban Polyclinic/ Specialized OPD Services
(1) Specialist (Medicine, Paediatrics, G & O)- 891
(2) Specialist (Ophthalmologist)- 297
(3) Staff Nurse- 297
(4) Counsellor- 297
(5) Clerical Assistant (by outsourced basis)- 297
(6) Cleaning Staff (by outsourced basis)- 297
Official Memorandum
— Kaj Karmo- কাজকর্ম (@KajKarmo) May 5, 2022
মোট শুন্যপদঃ 11,521 টি
বেতনঃ ন্যাশনাল হেলথ মিশনের নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম এবং আউটসোর্স বেসিসে নিয়োগ করা হবে।
স্বাস্থ্য দপ্তরে 11,521 শুন্যপদের যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি নিয়োগের একটি মেমোর্যান্ডাম নোটিশ। কয়েকদিনের মধ্যেই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
এই চাকরির নিয়োগের অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমাদের ওয়েবসাইট kajkarmo.com-এ পাবলিশ করে জানিয়ে দেওয়া হবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
আরো আপডেট-
- রাজ্যের খাদ্য ও স্বাস্থ্য দপ্তরে নিয়োগ 12,893 শুন্যপদের আপডেট
- ১৬৫০ শুন্যপদে কর্মসংস্থান মূলক প্রশিক্ষণ
- উৎকর্ষ বাংলা প্রকল্পে চাকরির সুযোগ