পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-ডি সহ বেশ কিছু পদে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যান সমিতির অধীনে। কোচবিহার জেলায় নিয়োগ করা হবে, কিন্তু রাজ্যের সব জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবে।
ঠিক কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, মাসিক বেতনের পরিমান, পদ ভিত্তিক শুন্যপদের সংখ্যা এবং আবেদন করার প্রক্রিয়ার বিষয়ে নিচে থেকে এক এক করে জেনে নিন।
নোটিশ নম্বরঃ DH&FW/COB/1546
নোটিশ প্রকাশের তারিখঃ 29.03.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- পার্ট টাইম মেডিক্যাল অফিসার (NUHM)
বেতন- প্রতি মাসে 24,000 টাকা
বয়সসীমা- 01.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 64 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- MCI এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে MBBS করতে হবে। সেইসাথে এক বছরের ইন্টার্নশিপ করতে হবে।
শুন্যপদ- 2 টি
(2) পদের নাম- GNM (NUHM)
বেতন- প্রতি মাসে 25,000 টাকা
বয়সসীমা- 01.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে GNM কোর্স করা থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(3) পদের নাম- গ্রুপ-D
বেতন- প্রতি মাসে 8,000 টাকা
বয়সসীমা-01.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে।
শুন্যপদ- 1 টি
(4) পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট
বেতন- প্রতি মাসে 12,000 টাকা
বয়সসীমা- 01.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 62 বছরের কম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। সেইসাথে কম্পিউটারে কাজ করার জ্ঞান থাকতে হবে।
শুন্যপদ- 1 টি
(5) পদের নাম- Senior Tuberculosis Laboratory Supervisor (NTEP)
বেতন- প্রতি মাসে 25,000 টাকা
বয়সসীমা- 01.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 22-40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রি করতে হবে। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে। সেইসাথে মোটর বাইক চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বাইক চালানো জানতে হবে।
শুন্যপদ- 1 টি
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে। তারপর আবেদনপত্রের প্রিন্ট করা হার্ড কপিটি 12 এপ্রিল তারিখের মধ্যে নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রের হার্ড কপি পাঠাবার ঠিকানাঃ
Office of the CHOH & Secretary, Dist. Health & Family welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road,Cooch Behar.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 29.03.2022 |
আবেদন শুরু (অনলাইন) | 30.03.2022 |
আবেদন শেষ (অনলাইন) | 08.04.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-