পশ্চিমবঙ্গের একটি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ এবং তারসাথে কিছু যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে বীরভূম জেলার শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতন স্কুলে।
বীরভূম জেলার স্কুলে নিয়োগ করা হলেও রাজ্যের সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করার আগে এই নিয়োগের গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় গুলি একবার ভালো করে জেনে নিন, তারপর আবেদন করুন।
আবেদন করার প্রক্রিয়া সম্পর্কেও নিচে বিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে।
নোটিশ নম্বরঃ 21/RSDS/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 30.03.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট শিক্ষক (Assistant Teacher)
বেতনঃ পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700 – 58,500 টাকা।
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 40 বছরের কম থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 01 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সেইসাথে টিচিং এর ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে। গ্র্যাজুয়েশন পাশ করলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ আবেদন করার একটি ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদন করার ফর্মটি বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইট (birbhum.gov.in/bn) অথবা নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করতে হবে। তারপর ফর্মটি A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে।
প্রিন্ট করা হলে ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। তারপর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। সবকিছু ঠিকঠাক করার পর ফর্ম এবং ডকুমেন্টগুলিকে একসঙ্গে একটি খামে ভরতে হবে। তারপর আবেদনপত্রের ঐ খামটি স্পীড পোষ্টের মাধ্যমে নিচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
Member-Secretary, Shri Shri Ramkrishna Satyananda Dristideep Sikshaniketan, Kalidanga, P.P-Kharbona, P.S- Rampurhat, Dist- birbhum- 731233.
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 30.03.2022 |
আবেদন শুরু | 30.03.2022 |
আবেদন শেষ | 30.04.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update