কেন্দ্রীয় কৃষি দপ্তরে স্থায়ী চাকরি, অনেকগুলি শুন্যপদে নিয়োগের আবেদন চলছে

ICAR Assistant Recruitment 2022

ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউট (ICAR Assistant Recruitment-কেন্দ্রীয় কৃষি দপ্তর) থেকে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মোট 462 টি শুন্যপদ থাকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা কৃষি বিভাগে চাকরি করতে চান তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।

এই চাকরিটিতে সারা ভারত ব্যাপী ভ্যাকান্সি রয়েছে। এই কারনে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। 

আবেদন করার আগে এই চাকরির জন্য নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ন বিভিন্ন যেমন কারা কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, ইচ্ছুক এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা ঠিক কিভাবে আবেদন করতে পারবে ইত্যাদি জেনে নিতে হবে। 

ICAR Assistant Recruitment 2022

ICAR Assistant Recruitment 2022

নোটিশ নম্বরঃ  2-1/2022/Rectt.cell/Administrative (CBT) 

নোটিশ প্রকাশের তারিখঃ  07.05.2022

আবেদনের মাধ্যমঃ  অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

পদের নামঃ  অ্যাসিস্ট্যান্ট (Assistant)

মাসিক বেতন (ICAR Assistant Recruitment 2022 Salary)

পে লেভেল 6 এবং 7 অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে। 

বয়সসীমা (ICAR Assistant Recruitment 2022 Age Limit)  

এই চাকরির জন্য আবেদন করতে হলে বয়স হতে হবে 20 – 30 বছরের মধ্যে। বয়সের হিসেব করতে হবে 01.06.2022 তারিখ অনুযায়ী। 

বয়সের ছাড় (ICAR Assistant Recruitment 2022 Age Relaxation) 

(1) ST, SC শ্রেনিরা 5 বছরের

(2) OBC শ্রেনিরা 3 বছরের

(3) PwBD শ্রেনিরা 10 বছরের

শিক্ষাগত যোগ্যতা (ICAR Assistant Recruitment 2022 Qualification)  

যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।

মোট শুন্যপদ (ICAR Assistant Recruitment 2022 Vacancy)

মোট 462 টি শুন্যপদে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়া (ICAR Assistant Recruitment 2022 Recruitment Process)

নিম্নলিখিত কয়েকটি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে- 

(1) প্রিলিমিনারি পরীক্ষা 

(2) মেন পরীক্ষা

(3) স্কিল টেস্ট 

পরীক্ষার সেন্টার (ICAR Assistant Recruitment 2022 Exam Centre in West Bengal)

পশ্চিমবঙ্গের আসানসোল, দূর্গাপুর, কল্যাণী, কোলকাতা এবং শিলিগুড়িতে কম্পিউটার বেসড (CBT) পরীক্ষা দেওয়া যাবে। 

পরীক্ষার সিলেবাস (ICAR Assistant Recruitment 2022 Exam Syllabus)

(1) প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

ICAR Preli

(2) মেন পরীক্ষার সিলেবাস 

ICAR Main

আবেদন প্রক্রিয়া (ICAR Assistant Recruitment 2022 Application Process)

ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুটি ধাপে আবেদন করতে হবে। নিচে আবেদন করার ধাপ (Step) গুলি সম্পর্কে জেনে নিন- 

Step-I প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।

Step-II রেজিস্ট্রেশন করার পর অনলাইনে ফর্ম ফিল আপ করে শেষে আবেদন ফি জমা করতে হবে। 

আবেদন ফি (ICAR Assistant Recruitment 2022 Application Fee) 

  • UR/OBC-NCL(NCL)/EWS শ্রেনিদের জন্য- 1200 টাকা
  • SC, ST, PwBD এবং মহিলাদের জন্য আবেদন ফি- 500 টাকা 
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  07.05.2022
আবেদন শুরু  07.05.2022
আবেদন শেষ 01.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

চাকরির আরো আপডেট-