এই অঙ্কটি করতে পারলেই মিলবে চাকরি! কোটিপতি বাবার বিজ্ঞপ্তির ছবি ভাইরাল

If you can solve the number, you will get a job! The image of this notification of millionaire father is viral

1/6: চাকরি চান? তবে অঙ্ক সমাধান করতে হবে। তবেই পাবেন চাকরির জায়গায় যোগাযোগের ফোন নম্বর। আর তাতে ফোন করলে মিলবে চাকরি। তবে এ যে সে চাকরি নয়, শিক্ষকতার চাকরি (Tuition Teacher Job)! ব্যাপারটা কেমন গুলিয়ে যাওয়া মনে হচ্ছে না? তাহলে আসুন বিষয়টা খোলসা করে বলা যাক-

2/6: এক দম্পতি তাঁদের সন্তানের জন্য গৃহ শিক্ষক খুঁজছিলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিষয়টিও জানান। সেখানে বাড়ির ঠিকানাও দেওয়া ছিল। বিষয়টা এই পর্যন্ত পুরো স্বাভাবিক। কারণ আজকাল কতজন‌ই তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সন্তানের জন্য গৃহ শিক্ষক বা বাড়ির ঠিকে কাজের কর্মীর সন্ধান করেন। এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু আসল চমকটা এর পর। কাজের বিষয়ে বিস্তারিত জানার জন্য বা যোগাযোগের জন্য আজকাল প্রায় সকলেই ফোন করে নেন।

If you can solve the number, you will get a job! The image of this notification of millionaire father is viral

3/6: ফলে এই ধরনের পোস্টের তলায় ফোন নম্বর দেওয়া থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু গৃহ শিক্ষকের খোঁজ করা ওই পোস্টে মোবাইল নম্বরের পরিবর্তে একটি বড় অঙ্ক দেওয়া ছিল! সে আবার কেমন ব্যাপার, নিশ্চয়ই এই প্রশ্ন আপনার মনে উঁকি দিচ্ছে? আসলে ওই অঙ্কের সঠিক সমাধান করলে যে উত্তর বের হবে সেটাই ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করার মোবাইল ফোন নম্বর! অর্থাৎ সঠিক অঙ্ক কষতে পারলে তবেই প্রাইভেট টিউটর হওয়ার সুযোগ পাওয়া যাবে!

4/6: বিখ্যাত শিল্পপতি তথা RPG গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা প্রাইভেট টিউটরের এই বিজ্ঞপ্তিটির স্ক্রিনশট ট্যুইট করেন। তা থেকেই বিষয়টি সকলের নজরে আসে। মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়। বিষয়টি নিয়ে অনেকে মজা করেছেন।

5/6: আবার কেউ কেউ বলেছেন, এইভাবে অঙ্কের সমাধান করে টিউটর হওয়ার আবেদন জানানোর বিষয়টি অসম্মানজনক। তারই মধ্যে একজন অঙ্কটির সমাধান করে ৯৪২৮১৬৩৮১১, এই উত্তরটি লেখেন। এটাই হল ওই দম্পতির সঙ্গে যোগাযোগের ফোন নম্বর। সেই উত্তরে লাইক করেছেন হর্ষ গোয়েঙ্কা (Harsh Goenka)

6/6: সন্তানের জন্য গৃহ শিক্ষকের সন্ধান করতে গিয়ে যে দম্পতি অঙ্কের সমাধান করিয়ে ছাড়িয়েছেন তাঁদের বাড়ি গুজরাটে। তবে শেষ পর্যন্ত ওই দম্পতি অঙ্কের সমাধান করা কাউকেই গৃহ শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন, নাকি অন্য কাউকে বেছে নিয়েছেন তা জানা যায়নি। এই বিষয়ে দম্পতির কোন‌ও প্রতিক্রিয়াও সোশ্যাল মিডিয়ায় সেভাবে চোখে পড়েনি। তবে বিষয়টি যে অভিনব তা বলার অপেক্ষায় রাখে না।

গুরুত্বপূর্ণ লিংক:  👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ Join Now
✅ Telegram Channel Join Now

Join Kajkarmo Telegram.jpeg

🔥 আরো চাকরির আপডেট 👇👇