ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি খড়গপুর (IIT Kharagpur)-এ গ্রুপ C কর্মী নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহুর্তে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ছেলে-মেয়ে সকল চাকরি প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে।
চাকরিপ্রার্থীরা অনেক সময় তাড়াহুড়ো করার কারনে আবেদন করতে অনেক ভুল করে ফেলে। তাই আমরা আজকে প্রতিদিনকার মতো কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে, মাসিক বেতন কত এবং কিভাবে আবেদন করতে হবে সব কিছু জানাবো। সেইসাথে আবেদন করার অফিসিয়াল লিংকও দেওয়া হয়েছে।
Group C Junior Assistant Recruitment 2022
নোটিশ নম্বরঃ R/05/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 16.02.2022
পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)
বেতনঃ পে লেভেল 3 অনুযায়ী প্রতি মাসে 21,700 – 69,100 টাকা
বয়সসীমাঃ 18 থেকে 25 বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। SC, ST, OBC, PWD শ্রেনির আবেদনকারীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতাঃ ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসাথে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যেমন- MS Word, MS Excel ইত্যাদির কাজের জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করতে পারতে হবে।
শুন্যপদঃ 40 টি (UR-25, SC-1, ST-1, OBC-10, EWS-2, PWD-1)
আবেদন প্রক্রিয়াঃ যোগ্যতা সম্পন্ন এবং ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হল www.iitkgp.ac.in। আবেদন করার সময় ছবি, সিগনেচার সহ আরো বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
> আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে, এক ক্লিকেই আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।
আবেদন ফিঃ 250 টাকা আবেদন ফি বাবদ পে করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি পে করা যাবে। ST, SC, PWD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 16.02.2022 |
আবেদন শুরু | 16.02.2022 |
আবেদন শেষ | 16.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update