গ্রুপ-সি জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক, হেড ক্লার্ক নিয়োগ! ২৫ হাজার ৫০০ টাকা বেতন শুরু

জুনিয়র ক্লার্ক, সিনিয়র ক্লার্ক, হেড ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ-সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আহমেদাবাদে অবস্থিত Institute of Kidney Diseases and Research Centre Civil Hospital (IKDRC)-তে কর্মী নিয়োগ করা হবে। মোট 7 ধরনের পদ রয়েছে এখানে। আবেদন করতে হবে অনলাইনে। পদের বিবরণ, যোগ্যতা, বেতন ইত্যাদি বিস্তারিত ভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

1. পদের নাম- সিনিয়র ক্লার্ক (Sr. Clerk)

শূন্যপদ – এখানে মোট 9 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা –

(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে।

(2) কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

(3) হিন্দি বা গুজরাটি বা দুটি ভাষার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন – মাসিক 25500-81100 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. পদের নাম- জুনিয়র ক্লার্ক (Jr. Clerk)

শূন্যপদ – এখানে মোট 69 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা –

(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

(2) কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

(3) হিন্দি বা গুজরাটি বা দুটি ভাষার জ্ঞান থাকতে হবে।

(4) ঘন্টায় 5000 key Depressions স্পিড থাকতে হবে ইংরেজি এবং গুজরাটিতে কাজ করার জন্য

বয়সসীমা – সর্বোচ্চ 33 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন – মাসিক 19900-63200 টাকা করে বেতন দেওয়া হবে।

3. পদের নাম- হেড ক্লার্ক (Head Clerk)

শূন্যপদ – এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- 

(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে।

(2) কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

(3) হিন্দি বা গুজরাটি বা দুটি ভাষার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন – মাসিক 35400-112400 টাকা করে বেতন দেওয়া হবে।

4. পদের নাম- অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (Administrative Assistant)

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা –

(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার সংশ্লিষ্ট কআজের ক্ষেত্রে।

(2) কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

(3) হিন্দি বা গুজরাটি বা দুটি ভাষার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 38 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন – মাসিক 44900-142400 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

5. পদের নাম- অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (Administrative Officer)

শূন্যপদ – এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা –

(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার সংশ্লিষ্ট কআজের ক্ষেত্রে।

(2) কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

(3) হিন্দি বা গুজরাটি বা দুটি ভাষার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 38 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন – মাসিক 44900-142400 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

6. পদের নাম- অফিস সুপারিনটেনডেন্ট (Office Superintendent)

শূন্যপদ – এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা –

(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে।

(2) কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

(3) হিন্দি বা গুজরাটি বা দুটি ভাষার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন – মাসিক 39900-126600 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

7. পদের নাম- পার্সোনাল সেক্রেটারি (Personal Secretory)

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা –

(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

(2) কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকতে হবে।

(3) হিন্দি বা গুজরাটি বা দুটি ভাষার জ্ঞান থাকতে হবে।

(4) ইংরেজি শর্ট হ্যান্ড এবং ইংরেজি টাইপিং এর দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন – মাসিক 35400-112400 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য https://ikdrc-its.org এই ওয়েবসাইটে গিয়ে যথাযথভাবে নিজের বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। এর পর আবেদন মূল্য দিয়ে সাবমিট করতে হবে।

আবেদন ফি

আবেদন করার জন্য 1,000 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

16 মে, 2023 তারিখের মধ্যে এখানে আবেদন করতে হবে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleরাজ্যের CMOH অফিসের অধীনে চাকরি, পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আবেদন করা যাচ্ছে
Next articleঅ্যাটমিক এনার্জি দপ্তরে গ্রুপ-সি শ্রেণীর চাকরি, মোটা টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here