সম্প্রতি ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফ থেকে গ্রুপ-C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারেন।
ইন্ডিয়ান এয়ারফোর্সে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
আসুন তাহলে আর দেরি না করেই জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এয়ার ফোর্সে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ আবেদন পদ্ধতি আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য।
নোটিশ নম্বরঃ – 04/2022/DR
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ আয়া বা ওয়ার্ড সহায়িকা (Ayah/ward Sahayika)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং এক বছর আয়ুষ কিংবা হসপিটাল কিংবা নার্সিংহোমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
(2) পদের নামঃ সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (Civilian Mechanical Transport Driver)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও সিভিল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
(3) পদের নামঃ কুক (Cook)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং উক্ত ট্রেডে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 09 টি।
(4) পদের নামঃ হাউসকিপিং স্টাফ (Housekeeping Staff)
বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃতপ্রাপ্র প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে।
মোট শূন্যপদঃ 02 টি।
বয়সসীমাঃ
উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
নিয়োগ পদ্ধতিঃ
উপরিউক্ত সমস্ত পদের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার ভাষা ইংরেজি এবং হিন্দি হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নাম শর্ট লিস্টেড করা হবে। শেষে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত সমস্ত পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- প্রথমে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যোগ করতে হবে।
- একটি স্ট্যাম্প লাগানো পোস্ট কার্ডের ভেতর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র দিয়ে তার ওপর “Application for the post”______ (যে পদের জন্য আবেদন করছেন তার নাম) লিখতে হবে।
- সবশেষে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- সেল্ফ অ্যাটেস্টেড করা দুই কপি ছবি।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- আধার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট।
- অভিজ্ঞতার প্রমাণপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Commandant command Hospital AF, Agram post, Bengaluru – 560007
এছাড়া আরও বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি দেখুন।
আবেদন করার শেষ তারিখঃ 18.07.2022
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-