ভারতীয় পোস্ট দপ্তরে গ্রুপ-C পদে কর্মী নিয়োগ করা হচ্ছে! 19,900 থেকে 63,200 টাকা মাসিক বেতন (Apply Now)

Indian Post Department Group C Staff Car Driver Recruitment

ভারতীয় পোস্ট দপ্তর অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট (Indian Post) ভারতীয় নাগরিকদের জন্য শূন্য পদে গ্রুপ-C নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে । গ্রুপ সি পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। যারা কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। Indian Post Department অর্থাৎ ভারতীয় পোস্ট অফিসের দপ্তর থেকে জারি হওয়া এই নিয়োগ সম্পর্কিত পদের বিস্তারিত বিবরণ এবং যাবতীয় তথ্যাদি জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

যে পদে নিয়োগ হবে

 স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver- Ordinary Grade) গ্রুপ-সি লেভেল

মোট শূন্যপদের সংখ্যা

এখানে মোট 58 টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে UR 38, SC 7, OBC 10 এবং EWS 3 টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদনের জন্য প্রার্থীদের- 

1. মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

2. হেভি ও লাইট মোটর ভেইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

3. মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে।

4. হেভি ও লাইট মোটর ভেইকেলের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে অন্তত তিন বছরের জন্য।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তবে SC, ST রা 5 বছরের এবং OBC রা 3 বছরের ছাড় পাবেন।

বেতনক্রম

এখানে কর্মীদের সর্বনিম্ন মাসিক বেতন 19,900/- টাকা থেকে শুরু হবে। সর্বোচ্চ বেতন 63,200/- টাকা অব্দি দেওয়া হবে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া

এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। মোট 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের সময়সীমা

আগামী 31/03/2023 তারিখের মধ্যে সকল ইচ্ছুক প্রার্থীকে আবেদন করে ফেলতে হবে।

আবেদন প্রক্রিয়া

(1) এখানে অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন করার জন্য প্রথমেই ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in/ ভিজিট করুন। এরপর অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।

(2) অফিসিয়াল নোটিফিকেশনের 4 নম্বর পাতায় আবেদনপত্রটি দেওয়া আছে, এটি A4 পেপারে প্রিন্ট করিয়ে নিন। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদনপত্র ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রয়েছে। 

(3) আবেদনপত্রটি যথাযথভাবে নিজের ডিটেইলস দিয়ে ভর্তি করুন ডট পেন দিয়ে। সাথে বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট যুক্ত করে দিন। সাথে জুড়ে দেবেন একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। সব শেষে একটি খামে ঢুকিয়ে মুখবন্ধ করে তা পোস্ট করে দিন নিচের ঠিকানায়। 

আবেদনপত্র পাঠাবার ঠিকানা

The Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road, Chennai – 600006. 

আবেদন মূল্য

আবেদন করার জন্য এখানে কেবলমাত্র UR পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে। এটি চেকের মাধ্যমে দিতে হবে। অন্যান্য প্রার্থীদের টাকা দিতে হবে না।

নিয়োগের স্থান

দক্ষিণ ভারতের তামিলনাড়ু সার্কেলের বিভিন্ন শহরে নিয়োগ করা হবে প্রার্থীদের।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇