রাজ্যের আরো একটি জেলাতে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নিয়োগ করা হবে গ্রাম রোজগার সহায়ক পদে।
এর আগেও বেশ কিছু জেলাতে গ্রাম রোজগার সহায়ক (GRS) নিয়োগ করা হয়েছে। যেগুলির বিজ্ঞপ্তিগুলি সম্পর্কে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে।
অনেকেই আমাদেরকে জেলা ভিত্তিক গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করা হলে আপডেট দেওয়ার কথা জানিয়েছিলেন। তাই আমরা আজকের এই নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে জানাচ্ছি।
প্রথমেই জানিয়ে রাখি, নিয়োগটি করা হবে বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লক এলাকায়। নিয়োগের বাকি সমস্ত বিষয়গুলি এক এক করে আমরা নিচে জানিয়ে দিয়েছি।
নোটিশ নম্বরঃ 530/ MGNREGS/Ind
নোটিশ প্রকাশের তারিখঃ 06.04.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ গ্রাম রোজগার সহায়ক (GRS)
বেতনঃ প্রতি মাসে 12,000 টাকা
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদন করতে হলে বয়স হতে হবে 18 থেকে 35 বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে 55% নম্বর সহ উচ্চমাধ্যমিক বা ভোকেশনাল পাশ করতে হবে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞানের ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয় কম্পালসারি হিসেবে থাকতে হবে। সেইসাথে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স করা থাকতে হবে।
শুন্যপদঃ 1 টি
বাসিন্দাঃ আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া জেলার ইন্দপুর (Indpur) ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
নিয়োগের স্থানঃ বাঁকুড়া জেলার ইন্দপুর ব্লকের হাতাগ্রাম গ্রাম পঞ্চায়েত।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ করে। আবেদন করার ফর্ম পাওয়া যাবে অফিসিয়াল নোটিশে। তাই নিচের লিংক থেকে নোটিশ ডাউনলোড করে নোটিশের ৫ নম্বর পেজ থেকে ফর্মটি প্রিন্ট করতে হবে।
তারপর ফর্মটি সঠিকভাবে পূরন করে সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সেগুলিকে একটি খামে ভরে ইন্দপুর বিডিও অফিসের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট
(2) উচ্চমাধ্যমিক অথবা ভোকেশনাল পরীক্ষার মার্কশীট
(3) ভোটার কার্ড
(4) ছয় মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট
(5) আঁধার কার্ড বা রেশন কার্ড
(6) ৫ টাকার পোস্টেজ স্ট্যাম্প সহ দুই কপি খাম
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 06.04.2022 |
আবেদন শুরু | 06.04.2022 |
আবেদন শেষ | 18.04.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- রেলের হাওড়া, শিয়ালদহ ডিভিশনে অ্যাপ্রেনটিস নিয়োগ
- ভারতের রিজার্ভ ব্যাংকে গ্রুপ-B কর্মী নিয়োগ
- রাজ্যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে নিয়োগ