ইনফোসিসে 1000 এর বেশি কর্মী নিয়োগ, বাড়িতে থেকেই 24,500 টাকা বেতনের চাকরির সুযোগ | Infosys Work From Home Job 2022

infosys-work-from-home-job-2022

ভারতের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি কোম্পানি ইনফোসিস লিমিটেড (Infosys Limited) তাদের কোম্পানিতে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের ক্ষেত্রে ভালো একটি বিষয় হচ্ছে, এটি বাড়ি থেকেই করা যাবে অর্থাৎ এই কাজটি Work from Home এই সিস্টেম অনুযায়ী করানো হবে। তাই যারা বাড়িতে থেকেই কাজ করতে ইচ্ছুক তারা এই কাজটির জন্য আবেদন করতে পারেন। 

সমগ্র ভারত তথা আমাদের রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইনফোসিসের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

তবে আবেদন করার আগে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য অর্থাৎ বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি আবেদন পদ্ধতি সহ সমস্ত বিস্তারিত তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারে আলোচনা করা হলো। 

Infosys Work From Home Job 2022

infosys-work-from-home-job-2022

নিয়োগের তথ্য (Post Details)

পদের নামঃ ইন্টার্নশিপ (Internship) 

বেতনঃ প্রতি মাসে প্রায় 24,500 থেকে 34,700 টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোন বিভাগে গ্র্যাজুয়েশন পাশ (Graduation Pass) করে থাকতে হবে। উচ্চতর শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। 

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদঃ এখানে সর্বমোট 1000 এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে।

চাকরির ধরনঃ ফুল টাইম পার্মানেন্ট চাকরি 

নিয়োগ পদ্ধতিঃ

সবার প্রথমে প্রার্থীদের একটি পারসোনাল ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতিঃ

ইনফোসিসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে এই নিয়োগের জন্য আবেদন করতে হবে। 

আবেদনকারীদের সুবিধার জন্য নিচে আবেদন করার লিংক দেওয়া রয়েছে। তাই প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 

অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

এরপরে লগইন করে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।

আবেদন পত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করে নিতে হবে।

এরপরে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 15.10.2022
আবেদন শুরু 15.10.2022
আবেদন শেষ 18.11.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন- Click Here

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 IBM সামার ইন্টার্নশিপ ২০২৩ এর আবেদন শুরু হলো

🎯 ফ্লিপকার্ট (Flipkart) ফ্রি ট্রেনিং এবং ইন্টার্নশিপ 2022

🎯 পেটিএম (Paytm) কোম্পানিতে ইন্টার্নশিপ নিয়োগ