যে সমস্ত চাকরিপ্রার্থীরা এতদিন অ্যাপ্রেনটিস প্রশিক্ষণের অপেক্ষায় ছিলেন, অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটলো। ইতিমধ্যেই IREL অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে ফ্রী ট্রেনিং দেওয়া হবে।
IREL অ্যাপ্রেন্টিস নিয়োগে রাজ্যের সমস্ত জেলার অন্তর্গত সকল চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই আবেদন করা যাবে। আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নিচে সহজ ভাষায় উল্লেখ করা হলো।
IREL Apprentice Recruitment 2022
নোটিশ নম্বরঃ IREL/OS/AA/2022/1
নোটিশ প্রকাশের তারিখঃ 09.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই আবেদন করা যাবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Appreciate)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে B.E / B.Tech পাশ করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 44 টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
- Mechanical- 15
- Electrical- 15
- Civil 09
- Chemical- 05
প্রশিক্ষণের সময়সীমাঃ 1 বছর।
(2) পদের নামঃ টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (Technical Appreciate)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে Diploma কোর্স পাশ করে থাকতে হবে।
মোট শূন্যপদঃ 31 টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
- Mechanical- 12
- Electrical- 12
- Civil- 07
প্রশিক্ষণের সময়সীমাঃ 1 বছর।
(3) পদের নামঃ ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Appreciate)
শিক্ষাগত যোগ্যতাঃ বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে প্রার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
মোট শূন্যপদঃ 23 টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
- Lab-Asst.- 02
- Executive HR- 02
- Executive Marketing- 02
- Executive Computer Science- 02
- Executive Finance & Accounts- 02
- AOCP- 10
প্রশিক্ষণের সময়সীমাঃ 1 বছর।
(4) পদের নামঃ অপশনাল অ্যাপ্রেন্টিস (Optional Appreciate)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ওয়্যারহাউস এক্সিকিউটিভের ক্ষেত্রে উচ্চ, স্টোরেজ ইনভেন্টরি এক্সিকিউটিভের ক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং অ্যাকাউন্ট এক্সক্লুসিভের ক্ষেত্রে এক্সিকিউটিভ পাশ হতে হবে।
মোট শূন্যপদঃ 05 টি।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবেঃ
- Warehouse Executive- 01
- Storage & Inventory Executive- 01
- Accounts Executive- 03
প্রশিক্ষণের সময়সীমাঃ 1 বছর।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো বিস্তারিত জানতে পারবেন।
আবেদন পদ্ধতিঃ
- প্রার্থীরা অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই আবেদন করতে পারবে।
- সবার প্রথমে নিচে দেওয়া থেকে অফিসিয়াল ওয়েবসাইট www.apprenticeshipindia.org এ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রের হার্ড কপি প্রিন্ট আউট করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে।
- আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভর্তি করে নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- মাধ্যমিকের এডমিট ও সার্টিফিকেট।
- বয়সের প্রমাণপত্র।
- ইনকাম সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
The Deputy General Manager (HR & A), OSCOM, IREL (India) Limited, Matikhalo, Ganjam, Odisha – 761045
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 09.08.2022 |
আবেদন শুরু | 09.08.2022 |
আবেদন শেষ | 30.08.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇