পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জে কন্ট্রাকচুয়াল শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত একটি সম্পূর্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়গের ক্ষেত্রে ভালো একটি বিষয় হচ্ছে, কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ করা হচ্ছে 2022-2023 সেশনের জন্য। তাই যারা এই চাকরির জন্য আবেদন করার কথা ভাবছেন তারা অবশ্যই সমস্ত বিষয় জেনে তারপর আবেদন করবেন।
যেসমস্ত বিভাগে শিক্ষক নিয়োগ করা হবেঃ
(1) পোষ্ট গ্র্যাজুয়েট টিচার (PRT)
(2) ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (TGT)
(3) PGT কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইন্সট্রাকটার
(4) PRT মিউজিক, যোগা, নার্স
নিয়োগের বিস্তারিত তথ্য (Post Details)
(1) বিভাগীয় পদের নাম- পোষ্ট গ্র্যাজুয়েট টিচার (PRT)
যেসমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে- হিন্দি, ইংরেজি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, গনিত, ফিজিক্স এবং কেমিস্ট্রি।
শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট বিষয়ে দুই বছরের পোষ্ট গ্র্যাজুয়েট ইন্টিগ্রেটেড M.A./ M.Sc. কোর্স করতে হবে।
(2) বিভাগীয় পদের নাম- ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (TGT)
যেসমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে- ইংরেজি, গনিত, সায়েন্স (বায়ো), সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃত।
শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে 50% নম্বর পেয়ে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স করা থাকতে হবে অথবা কমপক্ষে 50% নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। CTET পেপার-2 পাশ করতে হবে। B.Ed. ট্রেনিং কোর্স করা থাকতে হবে। সেইসাথে হিন্দি এবং ইংরেজি মিডিয়ায় শিক্ষন দক্ষতা থাকতে হবে।
(3) বিভাগীয় পদের নাম- PGT কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইন্সট্রাকটার
যেসমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে- কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইন্সট্রাকটার
শিক্ষাগত যোগ্যতা- 50% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। D.El.Ed কোর্স করা থাকতে হবে। CTET পেপার-1 পাশ করে থাকতে হবে। সেইসাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
(4) বিভাগীয় পদের নাম- PRT মিউজিক, যোগা, নার্স
যেসমস্ত বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে- মিউজিক, যোগা এবং নার্স
শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং সেইসাথে ডিপ্লোমা করা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ Walk-in-Interview অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ
- পোষ্ট গ্র্যাজুয়েট টিচার (PRT) এবং ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (TGT) পদের জন্য ইন্টারভিউ হবে- 25.02.2022 তারিখে।
- বাকি পদ্গুলির ক্ষেত্রে ইন্টারভিউ হবে 26.02.2022 তারিখে।
ইন্টারভিউয়ের দিন করনীয়ঃ
অফিসিয়াল নোটিশে আবেদন করার জন্য বায়োডাটার আকারে একটি ফর্ম দেওয়া রয়েছে। ঐ ফর্মটি আবেদনকারীকে সঠিকভাবে পূরন করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আলাদা করে আগে থেকে আবেদন করার বা আবেদনপত্র পাঠানোর কোনো দরকার নেই।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-