রাজ্যে আবারো আর্মি র্যালির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলো। অগ্নিবীর প্রকল্পের আওতায় আর্মি নিয়োগ করা হবে। অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে প্রার্থীরা চার বছরের জন্য ভারতীয় সেনায় চাকরি সুযোগ পাবে চাকরিপ্রার্থীরা।
পশ্চিমবঙ্গের কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রার্থীরা এই কলকাতা আর্মি র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।।
ইচ্ছুক প্রার্থীরা কলকাতা আর্মি র্যালিতে কিভাবে আবেদন করতে পারবে, কোন কোন শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে, বেতন কতো দেওয়া হবে, বয়সসীমা কতো লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হল।
Kolkata Army Rally Recruitment 2022
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ অগ্নিবীর জেনারেল ডিউটি অল আর্মস (Agniveer General Duty All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 45 % নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং প্রতি বিষয়ে কমপক্ষ 33 % নম্বর থাকতে হবে।
(2) পদের নামঃ অগ্নিবীর টেকনিক্যাল অল আর্মস (Agniveer Technical All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 % নম্বর সহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।
(3) পদের নামঃ অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল অল আর্মস (Agniveer Clerk/Store Keeper All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 60 % নম্বর সহ বিজ্ঞান বিভাগ কিংবা কলা বিভাগ কিংবা বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
(4) পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান অল আর্মস 10th Pass (Agniveer Tradesman All Arms 10th Pass)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
(5) পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান অল আর্মস 8th Pass (Agniveer Tradesman All Arms 8th Pass)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
র্যালির স্থানঃ
এই র্যালিটি অনুষ্ঠিত হবে খড়্গপুরের SERSA স্টেডিয়ামে।
র্যালির তারিখঃ
10.12.2022 থেকে 18.12.2022 তারিখের মধ্যে আর্মি র্যালি অনুষ্ঠিত হবে।
যেসমস্ত জেলা থেকে আবেদন করা যাবেঃ
কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা এই ৬ টি জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
বেতনঃ
অগ্নিবীর প্রকল্পে প্রতিবছর অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হয়। এখানে প্রথম বছরে প্রতিমাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতিমাসে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রতিমাসে 36,000 টাকা এবং চতুর্থ বছরে প্রতিমাসে 40,000 টাকা বেতন দেওয়া হয়। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয়।
বয়সসীমাঃ
উপরের সমস্ত অগ্নিবীর পদের জন্য আবেদন প্রার্থীর সর্বনিম্ন বয়স সাড়ে 17 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
অন্যান্য যোগ্যতাঃ
- Height – 162 to 169 cm
- Weight – 48 to 50 Kg
- Chest – 77 + 5 cm Expansion
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের নিম্নলিখিত উপায়ে নির্বাচন করা হবে।
- ফিজিক্যাল ফিটনেস টেস্ট।
- ফিজিকেল মেজারমেন্ট টেস্ট।
- মেডিকেল টেস্ট।
- কমন এন্ট্রান্স এক্সামিনেশন।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো ভালো করে জেনে নেবেন।
আবেদন পদ্ধতিঃ
- এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.joinindiaarmy.nic.in এ গিয়ে আবেদন করতে হবে।
- সবারপ্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | ————- |
আবেদন শুরু | 05.08.2022 |
আবেদন শেষ | 03.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের কলেজে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ
🎯 IREL অ্যাপ্রেন্টিস নিয়োগ 2022
🎯 Law অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ