কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল), ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ একটি পাবলিক সেক্টর। এখানে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগটি সম্পূর্ণ রূপে চুক্তিভিত্তিক। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- KMRCL/GM/Admin/V-Notice/Dy.CE/Arbn/2023
নোটিশ প্রকাশের তারিখ- 9/08/2023
যে পদে নিয়োগ করা হবে
ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার / DY.CHIEF ENGINEER
শূন্যপদ
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারী ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হতে হবে।
বয়সসীমা
30/06/2023 তারিখের হিসেবে সর্বোচ্চ 64 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
সর্বশেষ বেতনের উফর ভিত্তি করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
মনোনীত প্রার্থীকে কলকাতা অফিসে নিয়োগ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য একটি A4 পেপারে আবেদনপত্রটি টাইপ করে নিতে হবে। তা যথাযথ ভাবে ফিলাপ করে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়। সাথে সংযুক্ত করতে হবে নীচের নথিগুলি।
আবেদন পাঠাবার ঠিকানা
General
Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL
Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021
প্রয়োজনীয় নথি
ক) সার্ভিস সার্টিফিকেট/পিপিও কপি।
খ) অবসরপ্রাপ্ত অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিভি (কারিকুলাম ভিটা) এর ফটোকপি।
গ) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
ঘ) মোবাইল নম্বর।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন করার শেষ দিন হল 08/9/2023 (শুক্রবার)।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-D পদে চাকরি
👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHA পদে চাকরি
👉 কল্যাণী AIIMS এ গ্রুপ-A এবং টিচিং পদে কর্মী নিয়োগ
👉 রাজ্যে কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি
👉 মাধ্যমিক পাশে ৩০ হাজার শূন্যপদে পোস্ট অফিসে নিয়োগ
👉 1500 টি শূন্যপদে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে CHO পদে চাকরি