মাধ্যমিক পাশে রাজ্যের মেট্রো রেলে কর্মী নিয়োগ | Kolkata Metro Rail Recruitment 2023

Kolkata Metro Rail Recruitment 2023

পশ্চিমবঙ্গের চাকরির সন্ধানীদের জন্য নতুন একটি নিয়োগের আপডেট। কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro Rail) এর তরফ থেকে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে থাকেন তাহলে যে কোন জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন। 

শতাধিক শূন্যপদের এই নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ট্রেডে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে প্রার্থীদের ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে বেতনের ব্যবস্থা এখানে রয়েছে। আপনিও যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে নিচে থেকে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভালো করে জেনে নিন। 

Kolkata Metro Rail Recruitment 2023

নোটিশ নম্বর: 01/23/Metro Railway/ Kolkata

নোটিশ প্রকাশের তারিখ: 07/02/2023

আবেদনের মাধ্যম: অনলাইনে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইনে জমা করতে হবে। 

পদের নাম:

অ্যাক্ট অ্যাপ্রেন্টিস (Act Apprentice)

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে:

  • ফিটার (Fitter)
  • ইলেকট্রিশিয়ান (Electrician) 
  • মেশিনিস্ট (Machinist)
  • ওয়েল্ডার (Welder)

মাসিক স্টাইপেন্ড/বেতন:

সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন অথবা বেতন দেওয়া হবে। 

আবেদন করার জন্য বয়স: 

১৫ থেকে ২৪ বছর বয়সীরা এখানে আবেদন করতে পারবেন। SC, ST শ্রেণীরা পাঁচ বছরের, OBC শ্রেণীরা তিন বছরের এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। 

মোট শূন্যপদ:

মোট 125 টি শুন্যপদ রয়েছে। 

ট্রেড অনুযায়ী শূন্যপদ: 

  • ফিটার- 81 টি 
  • ইলেকট্রিশিয়ান- 26 টি 
  • মেশিনিস্ট- 9 টি 
  • ওয়েল্ডার- 9 টি

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা: 

যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে। সেই সাথে NCVT স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট ট্রেডে আইটিআই (ITI) পাস সার্টিফিকেট থাকতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: 

মাধ্যমিকের প্রাপ্ত নম্বর এবং আইটিআই কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করে নিয়োগ করা হবে। 

আবেদন করার পদ্ধতি: 

(1) অনলাইনে আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে। 

(2) আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে (apprenticeshipindia.org) এই ওয়েবসাইটে গিয়ে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। 

(3) এরপর অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ৭ নম্বর পেজে থাকা আবেদন করার ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে ফিলাপ করতে হবে। 

(4) ফর্মটি ফিলাপ করে নিয়ে তার সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিয়ে একটি খামে ভরতে হবে। 

(5) সবশেষে সমস্ত কিছু একবার মিলিয়ে নিয়ে আবেদনপত্র সহ ওই খামটি নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে।

যে ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে: 

Dy. CPO, Metro Railway, Metro Rail Bhavan, 33/1 J.L. Nehru Road, Kolkata 700071. 

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরু: 07/02/2023 (07 ফেব্রুয়ারি 2023 )

আবেদন শেষ: 06/03/2023 (06 মার্চ 2023)

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

অফিসিয়াল নোটিশ: Download

 ডেইলি চাকরির আপডেট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇