পশ্চিমবঙ্গের আরো একটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটি থেকে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। প্রথমেই জানিয়ে দেই এই নিয়োগটি কলকাতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে করা হবে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চাকরির জন্য ঠিক কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে সবকিছু নিচে থেকে এক এক করে জেনে নিন।
Kolkata Presidency University JRF Recruitment 2022
কলকাতা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নিয়োগের বিস্তারিত তথ্য (Kolkata Presidency University Recruitment Details)
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: CRG/2020/003370
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 13.12.2022
আবেদনের মাধ্যম: অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম:
জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow- JRF)
মাসিক বেতন:
বেতন হিসেবে প্রতি মাসে 31,000 টাকা এবং 24% HRA দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
কমপক্ষে 60% নম্বর পেয়ে ফিজিক্স বিষয়ে ফার্স্ট ক্লাস M.Sc ডিগ্রি পাস করতে হবে+ GATE / NET-JRF / Lectureship (UGC-CSIR joint test)
শূন্যপদ:
1 টি শূন্যপদ থাকায় উক্ত পদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়া:
ইন্টারভিউ (Interview) এবং নথিপত্র যাচাইকরণ (Documents Verification) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) আবেদনকারীদের একটি বায়োডাটা বানিয়ে সেটি নির্দিষ্ট ই-মেলে পাঠিয়ে দিয়ে আবেদন করতে হবে।
(2) আবেদনকারীদের প্রথমেই নাম, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি তথ্য দিয়ে একটি সুন্দর বায়োডাটা বানাতে হবে।
(3) তারপর ওই বায়োডাটাটিকে একটি পিডিএফ (PDF) ফরম্যাটে কনভার্ট করে নিচের দেওয়া ইমেলে পাঠিয়ে দিলেই আবেদন করা হয়ে যাবে।
আবেদনের বায়োডাটা (PDF) পাঠানোর ইমেল:
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 13.12.2022 |
আবেদন শুরু | 13.12.2022 |
আবেদন শেষ | 15.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | View Now |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 3,608 শূন্যপদে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ