কোলকাতা শিপ রিপেয়ার ইউনিটে নিয়োগ, 39 হাজার 854 টাকা মাসিক বেতন

Kolkata Ship Repair Unit Recruitment

কোচিন শিপইয়ার্ড লিমিটেডের কোলকাতা শিপ রিপেয়ার ইউনিটে লোক নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকারের মিনি রত্ন কোম্পানীর আন্ডারে এই শিপইয়ার্ডটি পরিচালিত হয়। তাই এই চাকরিটি কেন্দ্র সরকারের চাকরি। 

আজকের এই পোষ্টে কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত করে দেওয়া হবে এবং কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় গুলি নিচে জানানো হল।

Kolkata Ship Repair Unit Recruitment

নোটিশ নম্বরঃ  CSL/P&A/RECTT/CKSRU PERMA/GENERAL/2022/2

নোটিশ প্রকাশের তারিখঃ  11.04.2022

আবেদনের মাধ্যমঃ  শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 

যেসমস্ত পদে নিয়োগ করা হবেঃ

(1) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ইলেকট্রিকাল (Junior Technical Assistant- Electrical) 

(2) স্টোর কিপার (Store Keeper)

নিয়োগের তথ্য (Post Details) 

(1) পদের নাম- জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- ইলেকট্রিকাল

বেতন- প্রতি মাসে 23,500 থেকে 77,000 টাকা। (কমপক্ষে 39,854 টাকা বেতন থাকবে)। 

শিক্ষাগত যোগ্যতা-  কমপক্ষে 60% নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা করতে হবে। 

শুন্যপদ- 1 টি (UR)

(2) পদের নাম- স্টোর কিপার

বেতন- প্রতি মাসে 23,500 থেকে 77,000 টাকা। (কমপক্ষে 39,854 টাকা বেতন থাকবে)। 

শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ সহ ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্টে পোষ্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে হবে।

শুন্যপদ- 1 টি (UR)

বয়সসীমাঃ 

আবেদনকারীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসেব করতে হবে 10 মে 2022 তারিখ অনুযায়ী। 

নিয়োগ প্রক্রিয়াঃ 

অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অবজেকটিভ (MCQ) টাইপ এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের পরীক্ষা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ 

কোচিন শিপইয়ার্ড লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দুটি পর্যায়ে আবেদন করতে হবে।

> প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশন করতে হবে।

> দ্বিতীয় পর্যায়ে আবেদন (Application Submission) করতে হবে।

আবেদন ফিঃ

400 টাকার আবেদন ফি জমা করতে হবে। SC, ST, PwBD শ্রেনিদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না। Debit card/Credit card/Internet Banking/Wallets/ UPI ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  11.04.2022
আবেদন শুরু  19.04.2022
আবেদন শেষ 10.05.2022

 

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now

▶️ ডেইলি চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-