কেন্দ্রীয় সরকারের অধীনস্থা সংস্থা LIC অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নাম শোনেননি এমন কাউকে খুজে পাওয়া খুবই কঠিন। এবার এই LIC এর পক্ষ থেকে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে এখানে আবেদন করতে পারবে। আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
তাহলে আর ফালতু সময় নষ্ট না করে এক নজরে দেখে নিই এখানে কিভাবে আবেদন করতে হবে, কি পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, বেতন কত দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা কত ইত্যাদি যাবতীয় তথ্য।
LIC Recruitment 2023
পদের নাম
অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (Assistant Administrative Officer)
বেতন
এই পদের জন্য প্রতিমাসে 53,600 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখায় ব্যাচেলরস ডিগ্রী অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
আরো চাকরি: রাজ্যের STM-এ গ্রুপ-সি DEO পদে চাকরি
বয়সসীমা
LIC-র এই চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স 01.01.2023 তারিখ অনুযায়ী 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদ
এখানে 300 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে কারেন্ট ইয়ার ভ্যকান্সি রয়েছে 277 টি এবং ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে 23 টি
নিয়োগ পদ্ধতি
- এখানে আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারি এক্সাম ও মেইন এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে।
- প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে 100 নম্বরের এবং এর জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা।
- মেন এক্সাম নেওয়া হবে মোট 200 নম্বরে এবং এর জন্য 2 ঘণ্টা সময় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
LIC এর এই অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য কি কি করতে হবে তা নিচে উল্লেখ করা হলো।
(1) নিচে দেওয়া আবেদন করার লিঙ্ক IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখান থেকেই আবেদন করা যাবে।
(2) অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
(3) এরপরে নিজের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং লগইন করা মাত্রই আবেদনপত্রটি সামনে চলে আসবে।
(4) তারপরে নিজের নাম ঠিকানা বয়স যোগ্যতা সহ সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
(5) আবেদনপত্র পূরণের সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(6) সবশেষে কাস্ট অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি 700 টাকা বা 85 টাকা জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন ফি
এখানে আবেদন ফি হিসেবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 700 টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে 85 টাকা ধার্য করা হয়েছে।
আরো চাকরি: রাজ্যে NUHM-এ গ্রুপ-C পদে চাকরি
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 15.01.2023 |
আবেদন শুরু | 15.01.2023 |
আবেদন শেষ | 31.01.2023 |
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিস- Click Here
✅ আবেদন করার লিংক- Click Here
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে মিউনিসিপাল সার্ভিসে চাকরি
🎯 রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি