ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইনফর্মেশন অ্যান্ড ব্রডকাস্টিং পরিচালিত BECIL সংস্থার মাধ্যমে গ্রুপ-C DEO কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই আমরা এই চাকরির বিষয়ে আপডেট দিচ্ছি।
নিয়োগ করা হবে ভারতের আয়ুষ মন্ত্রক (Ministry of Ayush) অফিসে। এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি অর্থাৎ ভারতের যেকোনো রাজ্য থেকেই আবেদন করা যাবে। সেই অনুযায়ী আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েরাও আবেদন করতে পারবে।
আবেদন করার আগে (Ministry of Ayush Recruitment) এই নিয়োগের বিস্তারিত বিষয় যেমন- আবেদন করার প্রক্রিয়া, দরকারি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জেনে নিতে হবে। এগুলি জেনে নিয়ে তারপর আবেদন করবেন।
Ministry of Ayush Group C DEO Recruitment
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বরঃ BECIL/MR/MoA/Advt.2022/139
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ 06.05.2022
আবেদন করার মাধ্যমঃ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
বেতনঃ প্রতি মাসে 21,184 টাকা
বয়সসীমাঃ ১৮ বছরের বেশি বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
(1) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
(2) কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি ইংরেজি শব্দ অথবা 30 টি হিন্দি শব্দ টাইপ করতে পারতে হবে।
(3) কম্পিউটারে MS-Word, Power Point এবং Excel এর কাজ জানতে হবে।
শুন্যপদঃ মোট 86 টি শুন্যপদে নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ কম্পিউটার বেসড টেস্ট/ লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল
আবেদন প্রক্রিয়াঃ
BECIL সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট হল www.becil.com অথবা https://becilregistration.com।
মোট ৭ টি ধাপে আবেদন করতে হবে, এগুলি পরপর নিচে জানানো হল-
Step 1: Select Advertisement Number
Step 2: Enter Basic Details
Step 3: Enter Education Details/Work Experience
Step 4: Upload scanned Photo, Signature, Birth Certificate/ 10th Certificate, Caste Certificate.
Step 5: Application Preview or Modify
Step 6: Payment Online Mode (via credit card, Debit card, net banking, UPI etc.)
Step 7: Email your scanned documents to the Email Id mentioned in the last page of
application form.
আবেদন ফিঃ
General | 750 |
OBC | 750 |
SC/ST | 450 |
Ex-Serviceman | 750 |
Women | 750 |
EWS/PH | 450 |
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 06.05.2022 |
আবেদন শুরু | 06.05.2022 |
আবেদন শেষ | 22.05.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ অনলাইনে আবেদন করুনঃ Apply Now
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- অনেকগুলি শুন্যপদে কেন্দ্রীয় কৃষি দপ্তরে স্থায়ী চাকরি
- রাজ্যে প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগ
- সাউদার্ন কমান্ডে গ্রুপ-C নিয়োগ