Ministry of External Affairs Recruitment 2023: ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স (Ministry of External Affairs) অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ করা হবে। নিয়োগের বিস্তারিত তথ্য একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। এখানে প্রার্থীদের লেভেল 12 পে ম্যাট্রিক্স অনুসারে বেতন দেওয়া হবে। নিচে থেকে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন।
যে পদে নিয়োগ হবে
লিগাল অফিসার (Legal Officer- Grade-I)
শূন্যপদ- এখানে মোট 2 টি পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা-
1) যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের International Law বা International Relations or International Organisations এ স্নাতকোত্তর ডিগ্রি করে থাকতে হবে।
2) ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জনের পর 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
3) যদি কোনো প্রার্থী স্নাতকোত্তর স্তরে না পড়ে এম.ফিল বা পিএইচডি স্তরে International Law নিয়ে পড়ে থাকেন, তাঁরাও আবেদনের যোগ্য।
4) ইংরেজি ছাড়া অন্য একটি বা দুটি বিদেশী ভাষার সার্টিফিকেট কোর্স (কমপক্ষে 6 মাস মেয়াদী) করা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
বয়সসীমা- 56 বছরের নীচে যাদের বয়েস, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- লেভেল 12 পে ম্যাট্রিক্স অনুসারে মাসিক 15600-39100 টাকা এবং গ্রেড পে 6600 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে প্রদত্ত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে নীচের ঠিকানাতে আবেদনপত্রটি পাঠান।
আবেদনপত্র পাঠাবার ঠিকানা
Deputy Secretary (Cadre) Ministry of External Affairs Room No. 4086, “B” Wing, Jawahar Lal Nehru Bhawan, 23-D Janpath New Delhi-110001.
আবেদনের সময়সীমা
নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 10.03.2023 তারিখে। এখানে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের 2 মাসের মধ্যে প্রার্থীদের আবেদন করে ফেলতে হবে এখানে। হিসেব মত, 10.05.2023 এর আগে এখানে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের হেলথ প্রোগ্রামে গ্রুপ-C এবং গ্রুপ-D স্টাফ নিয়োগ
- রাজ্য স্বাস্থ্য দপ্তরে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদে চাকরি
- রাজ্যে নূন্যতম যোগ্যতায় গ্রুপ-D কর্মবন্ধু নিয়োগ