কেন্দ্রীয় সরকারের অন্তর্গত অ্যালুমিনিয়াম কোম্পানি অর্থাৎ NALCO লিমিটেডে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। শতাধিক গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।
সব থেকে ভালো বিষয় হলো এখানে ট্রেনিং চলাকালীনই প্রার্থীদের বেতন দেওয়া হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কেন্দ্রীয় NALCO লিমিটেডে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আজকের প্রতিবেদনে ইচ্ছুক প্রার্থীদের জন্য এখানে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একনজরে তুলে ধরা হলো।
NALCO Limited Recruitment
নোটিশ নম্বরঃ 10220801
নোটিশ প্রকাশের তারিখঃ 05.08.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (GETs)
বেতনঃ
এখানে ট্রেনিং চলাকালীন বছরে 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিভাগে ব্যাচলেরস ডিগ্রী পাশ করে থাকতে হবে এবং কমপক্ষে 65% নম্বর সহ পাশ হতে হবে। এছাড়াও শূন্যপদ অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
মোট শূন্যপদঃ
এখানে সব মিলিয়ে 189 টি পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের বিন্যাস
- Mechanical 58
- Electrical 41
- Instrumentation 32
- Metallurgy 14
- Chemical 14
- Mining (MN) 10
- Civil (CE) 7
- Chemistry(CY) 13
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিংয়ের মার্কস এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে
আবেদন পদ্ধতিঃ
এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে।
নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট mudira.nalcoindia.co.in এ গিয়ে আবেদন করতে হবে।
সবার প্রথমে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এরপরে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন ফিঃ
Gen/EWS/OBC প্রার্থীদের কাছ থেকে আবেদন ফি হিসেবে 500 টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 05.08.2022 |
আবেদন শুরু | 11.08.2022 |
আবেদন শেষ | 11.09.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-