ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ National Water Development Agency বা সংক্ষেপে NWDA হল একটি কেন্দ্রীয় সরকারের জল শক্তি দফতরের অধীনে থাকা স্বায়ত্তশাসিত সংস্থা। এখানে গ্রুপ-C ক্লার্ক সহ বিভিন্ন পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শূন্যপদ, যোগ্যতা, বেতন ইত্যাদি নিয়ে নীচে আলোচনা করা হল।
পদের নাম, বেতন, শূন্যপদ সহ নিয়োগের বিস্তারিত তথ্য
1. জুনিয়র ইঞ্জিনিয়ার- সিভিল (Junior Engineer- Civil)
শূন্যপদ- এখানে মোট 13 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Civil Engineering বিষয়ে ডিপ্লোমা কোর্স Complete করে থাকলে আবেদন করা যাবে এই পদের জন্য। তবে Civil Engineering এ ডিগ্ৰি থাকলে প্রার্থীদের অগ্ৰাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 35400-112400 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
2. জুনিয়র অ্যাকাউন্টস অফিসার (Junior Accounts Officer)
শূন্যপদ– এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা– আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে ডিগ্ৰি কোর্স করে থাকতে হবে। পাশাপাশি কোনো Government Office/Autonomous Body/Statutory Body তে নূন্যতম ৩ বছর Cash and Accounts ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 21 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 35400-112400 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
3. ড্র্যাফটসম্যান গ্রেড-III (Draftsman Grade-III)
শূন্যপদ- এখানে মোট 6 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- Draftsman Ship (Civil) এ ITI বা ডিপ্লোমা কোর্স করা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 25500-81100 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
4. আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk)
শূন্যপদ- এখানে মোট 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। পাশাপাশি MS Office এর অ্যাপ্লিকেশনগুলিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্ৰাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 35400-112400 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
5. স্টেনোগ্রাফার গ্রেড-II (Stenographer Grade – II)
শূন্যপদ- এখানে মোট 9 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে, কম্পিউটারে প্রতি মিনিটে 80 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 35400-112400 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
6. লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)
শূন্যপদ- এখানে মোট 4 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে কম্পিউটারে প্রতি মিনিটে 35 টি ইংরেজি শব্দ অথবা 30 টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
পাশাপাশি Computer operating systems, MS Word, Office, Excel, Power Point এবং Internet সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- 18 বছর থেকে 27 বছরের মধ্যে বয়স হলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম- মাসিক 19900-63200 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
প্রথমে আবেদনকারী প্রার্থীদের 100 নম্বরের একটি কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদেরকে আবার দ্বিতীয় ধাপে ইন্টারভিউ ও কম্পিউটার স্কিল টেস্ট দিতে হবে। এই দুটি পরীক্ষা মিলিয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে প্রকাশ করা হবে। সেই লিস্ট অনুযায়ী এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
এখানে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.nwda.gov.in লিঙ্কটি ক্লিক করে নিজের মেল আইডি এবং ফোন নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর আবেদন পত্রটি নিজের তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করুন। এরপর আবেদন মূল্য দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
আবেদন মূল্য
এখানে SC, ST, PWD প্রার্থীদের জন্য 550 টাকা এবং জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের 890 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।
আবেদনের সময়সীমা
প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে 17.04.2023 তারিখের মধ্যে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ Online Application: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- ভারতীয় ডাক বিভাগে ১৩ হাজার নতুন নিয়োগ, শূন্যপদের বিন্যাস দেখুন
- রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে চাকরি
- রাজ্যের সরকারি দফতরে আয়ুষ MO পদে চাকরি