অনেকগুলি শুন্যপদের জন্য নবোদয় বিদ্যালয়ে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া দেখে নিন

navodaya vidyalaya new teacher recruitment notice

চাকরিপ্রার্থীদের জন্য এক নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের নবোদয় বিদ্যালয়ে আবারও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকগুলি শুন্যপদে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে।

নবোদয় বিদ্যালয়ে চাকরির আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়প্রার্থীরা আবেদন করতে পারেন। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

নবোদয় বিদ্যালয় চাকরির আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে আলোচনা করা হলো। 

navodaya vidyalaya teacher recruitment

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ পোস্ট গ্রাজুয়েট টিচার ( PGT)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতি মাসে পে-লেভেল 8 অনুযায়ী 47,000 টাকা থেকে 1,51,100 টাকা। 

বয়সসীমাঃ আবেদন প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ NCTE/NCERT দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স পাশ করে থাকতে হবে এবং সঙ্গে B.Ed কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 397 টি। 

(2) পদের নামঃ ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার (TGT)

বেতনঃ উক্ত পদের জন্য পে-লেভেল 7 অনুযায়ী প্রতিমাসে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ উপরিউক্ত পদের জন্য আবেদন প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ NCTE বা NCERT দ্বারা অনুমোদিতো যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 2 বছরের ডিগ্রী কোর্স পাশ করে থাকতে হবে সঙ্গে B.Ed কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 683 টি। 

(3) পদের নামঃ ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার – থার্ড ল্যাঙ্গুয়েজ (TGT – Third Language)

বেতনঃ উক্ত পদের জন্য পে-লেভেল 7 অনুযায়ী প্রতিমাসে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ উপরিউক্ত পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ NCTE বা NCERT দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের ডিগ্রী কোর্স পাশ করে থাকতে হবে সঙ্গে B.Ed কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 343 টি।

(4) পদের নামঃ মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার (Miscellaneous Category Of Teacher)

বেতনঃ উক্ত পদের জন্য পে-লেভেল 7 অনুযায়ী প্রতিমাসে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ উক্ত পদের জন্য প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ মিউজিক ও ART এর ক্ষেত্রে যেকোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 5 বছরের স্নাতক অথবা স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে ডিগ্রী কোর্স করে থাকতে হবে এবং কম্পিউটার অপারেশনে কাজ জানতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো স্কুলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 181 টি।

(5) পদের নামঃ প্রিন্সিপাল (Principle)

বেতনঃ উক্ত পদের জন্য পে-লেভেল 12 অনুযায়ী প্রতিমাসে 78,800 থেকে 2,09,200 টাকা পর্যন্ত দেওয়া হবে।

বয়সসীমাঃ উক্ত পদের জন্য আবেদন করতে প্রার্থীর বয়স 50 বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতকোত্তর কোর্স পাশ করে থাকতে হবে এবং সঙ্গে  B.Ed কোর্স করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 12 টি।

নিয়োগ পদ্ধতিঃ 
  • কম্পিউটার টেস্ট।
  • ইন্টারভিউ।
আবেদন পদ্ধতিঃ 
  1. উপরে উক্ত সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  3. প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
  4. এরপরে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  5. উল্লেখিত দরকারি নথি পত্রগুলি আপলোড করতে হবে।
  6. সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদন ফিঃ

প্রিন্সিপাল পদের ক্ষেত্রে 2000 টাকা। TGT পদের ক্ষেত্রে 1800 টাকা এবং PGT ও মিসলেনিয়াস ক্যাটাগরি টিচার পদের ক্ষেত্রে 1500 টাকা আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  3. বয়সের প্রমাণপত্র।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. অভিজ্ঞতার প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 02.07.2022
আবেদন শুরু 02.07.2022
আবেদন শেষ 22.07.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now 

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-