নীতি আয়োগে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ! পোস্টের নাম, বেতন, আবেদন প্রক্রিয়া দেখুন

Niti Ayog Recruitment 2023

Atal Innovation Mission (AIM), National Institute for Transforming India (NITI) নীতি আয়োগের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাইনান্স এবং অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে। এটি কেন্দ্রীয় সরকারের চাকরি হওয়ায় কেন্দ্রীয় হারেই প্রতি মাসে নির্বাচিত প্রার্থীরা বেতন পাবে। 

যে পদে নিয়োগ হবে

কনসালট্যান্ট- ফিন্যান্স অ্যান্ড  (Consultants- Finance & Accounts)

মোট শূন্যপদ

এখানে 1 টি মাত্র শূন্যপদ রয়েছে।

দরকারি যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের অর্থ, হিসাব, বাজেট/ব্যয় ব্যবস্থাপনা, অডিট পর্যবেক্ষণের নিষ্পত্তি, গ্র্যান্ট-ইন-এইড, পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (PFMS)/ই-বিল সম্পর্কিত কাজ, বিল ইত্যাদি বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
সাথে এক্সেলে কাজ করার পারদর্শিতা থাকতে হবে।

বয়সসীমা

আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 65 বছরের নীচে। অর্থাৎ 65 বছরের বেশি বয়স হলে আবেদন করা যাবে না। 

বেতনক্রম

প্রার্থীরা রিটায়ার করার সময় যে পে স্কেলে বেতন পেতেন, তার থেকে বেসিক পেনসেন বাদ দিয়ে যে পরিমাণ টাকা বাঁচবে, সেই পরিমাণ টাকা মাসিক বেতন বাবদ প্রার্থীকে দেওয়া হবে। সাথে বিভিন্ন অ্যালাউন্স রয়েছে।

নিয়োগ পদ্ধতি

অনলাইন বা ফিজিক্যাল মোডে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের এখানে বাছাই করা হবে।

নিয়োগের সময়কাল

প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগ এর স্থান

নিউ দিল্লি(New Delhi) তে পোস্টিং দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদনপত্রটি প্রিন্ট করে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভরে এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করে একটি PDF ফাইল বানিয়ে নীচের মেল আইডিতে মেল করুন।

আবেদন পাঠাবার ইমেল

[email protected]

আবেদনের সময়সীমা

30 এপ্রিল, 2023 তারিখের মধ্যে এখানে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করে ফেলতে হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇