রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ A, B, C পদে চাকরি! অনলাইনে তাড়াতাড়ি আবেদন করুন

NITTTR Kolkata Group A B C Recruitment 2023

পশ্চিমবঙ্গের কলকাতার NATIONAL INSTITUTE OF TECHNICAL TEACHERS’ TRAINING & RESEARCH শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে গ্রুপ এ, বি এবং সি (Group A, B, C) স্তরের পদ রয়েছে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।আবেদন করার আগে বিস্তারিত জেনে নিন। 

নোটিশ নম্বর – 02/2023-24

নোটিশ প্রকাশ – 23/04/2023

পদের নাম, বেতন, শূন্যপদ ও নিয়োগের অন্যান্য তথ্য

1. পদের নাম- প্রফেসর / Professor (Civil Engineering, Computer Science and Engineering, Education and Management, Electrical Engineering, Mechanical Engineering)

শূন্যপদ – এখানে 6 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – সংশ্লিষ্ট বিষয়ে এ Ph.D ডিগ্রিসহ 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সাথে 6 টি পেপার পাবলিশ করে থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 55 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – প্রার্থীদের L-14 অনুসারে (₹1,44,200- ₹2,11,800) টাকা বেতন দেওয়া হবে।

2. পদের নাম- অ্যাসোসিয়েট প্রফেসর / Associate Professor (Civil Engineering)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – Civil Engineering বিষয়ে এ Ph.D ডিগ্রিসহ 8 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সাথে 6 টি পেপার পাবলিশ করে থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 45 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – প্রার্থীদের L-13 অনুসারে (₹1,31,400-₹2,04,700) টাকা বেতন দেওয়া হবে।

3. পদের নাম- লাইব্রেরীয়ান / Librarian

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – Library Science বিষয়ে এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিসহ 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 45 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – প্রার্থীদের L-10 অনুসারে (₹57,700 – 98,200) টাকা বেতন দেওয়া হবে।

4. পদের নাম- সেকশন অফিসার / Section Officer Grade I (Accounts)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – যে কোনো বিষয়ে এ গ্র্যাজুয়েট ডিগ্রি সহ অডিটের কাজে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – প্রার্থীদের L-6 অনুসারে (35,400 – 1,12,400) টাকা বেতন দেওয়া হবে।

5. পদের নাম- জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট / Junior Secretariat Assistant

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ সহ টাইপিং দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – প্রার্থীদের L- 2 অনুসারে (19,900-63,200) টাকা বেতন দেওয়া হবে।

6. পদের নাম- টেকনিশিয়ান / Technician

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – মাধ্যমিক পাশ সহ আইটিআইতে 2 বছরের ডিগ্রি থাকতে হবে। সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – সর্বোচ্চ 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – প্রার্থীদের L- 2 অনুসারে (₹19,900 – ₹63,200) টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য অফিসিয়াল নোটিশের ১০ নম্বর পেজে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে। ওই ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করা ফর্মটির প্রিন্ট আউট নিয়ে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে

নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে এই নিয়োগের বিষয়ে আরো ভালো করে জেনে নেবেন। 

অনলাইন আবেদন ফি

  • টিচিং পদ – জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 1000 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে।
  • নন টিচিং পদ – জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য 500 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে।
  • SC, ST, PwD, Women প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর ঠিকানা

The Director
NITTTR, Kolkata
Block-FC, Sector-III
Salt Lake, Kolkata-700106. 

আবেদনের সময়সীমা

অনলাইন আবেদনের শেষ দিন – 31/05/2023

অনলাইন আবেদনপত্রের হার্ড কপি উপরের ঠিকানায় পাঠাবার শেষ তারিখ – 09/06/2023 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন (টিচিং): Apply Now

✅ অনলাইনে আবেদন (নন টিচিং): Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleসার্ভে অফ ইন্ডিয়াতে চাকরি ২০২৩- পদের নাম, বেতন, আবেদন পদ্ধতি | Survey of India Recruitment 2023
Next articleকলকাতা ISI ইন্সটিটিউটে চাকরি, 47 হাজার টাকা বেতনে অ্যাসোসিয়েট নিয়োগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here