রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কিছুদিন আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Northeast Frontier Railway) এর তরফ থেকে বেশ কিছু স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীর আবেদন করতে পারবে। আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে, শূন্যপদের সংখ্যা কত নিয়োগ বিষয়ক ইত্যাদি সমস্ত তথ্য নিচে থেকে একে একে জেনে নিন।
Northeast Frontier Railway Scouts and Guided Quota Recruitment 2022
নোটিশ নম্বরঃ 02/2022
নোটিশ প্রকাশের তারিখঃ 03.12.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
রেলের উত্তর-পূর্ব জোনে নিয়োগের বিস্তারিত তথ্য (Northeast Frontier Recruitment Details)
(1) পদের নামঃ স্কাউটস & গাইডস কোটা লেভেল 1 (Scouts & Guides Level 1)
বেতনঃ এই পদের জন্য পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং গ্রেড পে হিসেবে 1900 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং ITI কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মোট শূন্যপদঃ 10 টি।
(2) পদের নামঃ স্কাউটস & গাইডস কোটা লেভেল 2 (Scouts & Guides Level 2)
বেতনঃ এই পদের জন্য পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং গ্রেড পে হিসেবে 1900 টাকা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং ITI কোর্স পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মোট শূন্যপদঃ 2 টি।
নিয়োগ পদ্ধতি
উপরের দুটি পদের ক্ষেত্রে আবেদনকারি প্রার্থীদের নির্দিষ্ট ট্রেড অনুযায়ী লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এই চাকরির জন্য সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কিভাবে করতে হবে তা নিচে উল্লেখ করা হল
(1) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
(2) এরপরে 2 নম্বর পেজে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।
(3) এরপর আবেদনপত্রটিকে নির্দিষ্ট পদ অনুযায়ী ভালোভাবে পূরন করতে হবে।
(4) আবেদনপত্র পূরন করার পরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলিকে জেরক্স ও সেল্ফ আ্যটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
(5) সবশেষে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচের ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদন ফি
এখানে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা এবং SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা
Recruitment Cell Section, Principal Chief Personnel Officer’s Office, Northeast Frontier Railway HQ, Maligaon, Guwahati.
গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ | 03.12.2022 |
আবেদন শুরু | 03.12.2022 |
আবেদন শেষ | 03.01.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Click Here |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর স্টাফ নিয়োগ
🎯 রাজ্যের স্বাস্থ্য দপ্তরে স্টাফ নিয়োগ
🎯 আল-আমিন মিশনে আর্জেন্ট নিয়োগ ২০২২