1/6: বড়ো ঘোষণা করা হল রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতরের তরফে। জানানো হল, এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন রাজ্যের স্পেশাল বি. এড উত্তীর্ণ পরীক্ষার্থীরাও। আবেদনের জন্য পোর্টালও খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।
2/6: কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ মেনেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে, এবার থেকে যেসব প্রার্থীদের স্পেশাল বি. এড ডিগ্রি করা আছে, তারাও অংশ নিতে পারবেন নিয়োগ প্রক্রিয়ায়।
3/6: বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবার জন্য আবেদন করতে পারেন পর্ষদের ওয়েবসাইটে।
4/6: বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, 25/11/2022, 06/12/2022 এবং আরও অন্যান্য তারিখে কলকাতা হাইকোর্টের শুনানির নির্দেশ অনুসারে, রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেট পাশ করা যেসব প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্পেশাল বি. এড রয়েছে, তারা 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।
5/6: প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে 24/04/2023 তারিখ থেকে 29/04/2023 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য www.wbbpe.org এবং https://wbbprimarveducation.org এই দুটির মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন প্রার্থীরা।
6/6: অতএব, উক্ত যোগ্যতা সম্পন্ন যেসব প্রার্থীরা এখনও আবেদন করেননি, সত্ত্বর আবেদন করে ফেলুন। আবেদন করার আগে পর্ষদের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি একবার অবশ্যই দেখে নেবেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও Job আপডেট 👇👇
- ডাক বিভাগে গ্রুপ-C পদে চাকরি
- কেন্দ্রীয় বাহিনীতে হেড কনস্টেবল নিয়োগ
- কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে গ্রুপ-C অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- AIIMS-এ 3000 এর বেশি শূন্যপদে নতুন নিয়োগ