ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)-এ কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 120 টি শূন্যপদ থাকায় নিয়োগ করা হবে। এটি সারা ভারতব্যাপী চাকরির ভ্যাকান্সি হওয়ায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকেও প্রার্থীরা আবেদন করতে পারবে। এই চাকরির নিয়োগের যাবতীয় তথ্য নিচে থেকে জানতে পারবেন।
নোটিশ নং – 04/23
নোটিশ প্রকাশের তারিখ – 08.05.2023
পদের নাম, শূন্যপদ, বয়সসীমা ও অন্যান্য তথ্য
1. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (অপারেশন) / Assistant Executive (Operations)
শূন্যপদ – এখানে মোট 100 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – Electrical / Mechanical এ ডিগ্রি এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।
নিয়োগের সময়সীমা – মোট 3 বছরের মেয়াদে নিয়োগ করা হবে প্রার্থীদের। তবে পরবর্তীতে এই সময়সীমা বাড়তেও পারে।
2. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট কমার্সিয়াল এক্সিকিউটিভ (ইলেকট্রিকাল) / Assistant Commercial Executive (Electrical)
শূন্যপদ – এখানে মোট 20 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – Electrical Engineering এ ডিগ্রি এবং GATE-2022 পাশ করে থাকলে এখানে আবেদন করা যাবে।
নিয়োগের সময়সীমা
মোট 2 বছরের মেয়াদে নিয়োগ করা হবে প্রার্থীদের। তবে পরবর্তীতে এই সময়সীমা বাড়তেও পারে।
বয়সসীমা
দুটি পদের জন্যই বয়সের উর্দ্ধ সীমা 35 বছর ধরা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।
চাকরির বেতন
দুটি পদেই মাসিক 55,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য এর জন্য careers.ntpc.co. ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। আবেদন করার অফিসিয়াল লিঙ্ক নিচে দেওয়া আছে। ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য ফি
পুরুষ GEN / EWS/ OBC প্রার্থীদের 300 টাকা এবং করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের সময়সীমা
এখানে আবেদন শেষ হবে – 23-May-2023 তারিখে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রাজ্যের IHFW তে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- পশ্চিমবঙ্গ সরকারের WBSETCL-এ চাকরি
- রাজ্যে ডাক্তারি ডিপ্লোমা কোর্সের জন্য ১৬ সদস্যের কমিটি গঠন করল সরকার
- রাজ্যের খাদ্য দফতরে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হলো