TET 2022 Urgent Notice: ২০২২ টেট পরীক্ষা দেওয়া প্রার্থীদের জন্য জরুরী নোটিশ পর্ষদের, কি বলছে? এক্ষুনি দেখে নিন!

Primary Board Urgent Notice for 2022 TET Exam Candidates

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে দাপুটে তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার কাণ্ডে শেষ পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হল প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। কুন্তল ঘোষকে গ্রেফতার করার সময় তাঁর লেকটাউনের বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই ১১ ডিসেম্বর ২০২২ এর টেট পরীক্ষার বেশ কিছু OMR Sheet খুঁজে পায়।

সূত্রের খবর, ওই তৃণমূল নেতার বাড়ি থেকে কয়েকশো ওএমআর শিট ও ১১ ডিসেম্বরের টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে। এই ঘটনার কথা জানার পরই আতঙ্ক ছড়ায় 2022 টেটের প্রায় ৭ লক্ষ টেট পরীক্ষার্থীর মধ্যে। প্রশ্ন ওঠে, তবে কি এবারের টেট পরীক্ষাতেও কারচুপি ঘটল? শত নিরাপত্তার বন্দোবস্ত করেও কিছুই করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ? এই বিতর্ক থামাতেই মঙ্গলবার সরকারি প্রেস বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ

Primary Board Urgent Notice for 2022 TET Exam Candidates

প্রাথমিক শিক্ষা পর্ষদ জরুরী বিজ্ঞপ্তি জারি করে কী বলেছে?

1/5: প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সদ্য সমাপ্ত টেট পরীক্ষা, অর্থাৎ ১১ ডিসেম্বর, ২০২২ তারিখে দীর্ঘ পাঁচ বছর পর যে টেট পরীক্ষা হয়েছিল তার সমস্ত অরিজিনাল ওএম‌আর শিট নিরাপদেই আছে। পর্ষদ এই বিজ্ঞপ্তিতে দাবি করে, আসল ওএমআর শিট সম্পূর্ণ সুরক্ষিতভাবে তাদের হেফাজতে আছে। কেউ সেখানে কোন‌ও কারচুপি করতে পারবে না।

2/5: এমনকি প্রযুক্তিগতভাবেও সেখানে কোনরকম কারচুপি করা সম্ভব নয় বলে জোড় গলায় দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা এই বিজ্ঞপ্তিতে কুন্তল ঘোষের নাম নেয়নি। তবে বিশেষজ্ঞদের দাবি, প্রায় সাত লক্ষ টেট পরীক্ষার্থীর দুশ্চিন্তা দূর করতে পর্ষদ যেভাবে লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে তা থেকে স্পষ্ট কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয় তাতে এক প্রকার বাধ্য হয়েই পর্ষদ এই বিজ্ঞপ্তি জারি করেছে।

3/5: প্রাথমিক শিক্ষা পর্ষদের এই প্রেস বিজ্ঞপ্তির ফলে টেট পরীক্ষার্থীদের মনের দুশ্চিন্তা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। তবে নাম না নিলেও কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে ওএম‌আর শিট ও টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়ার বিষয়টি জানাজানি হতেই উদ্বেগ ছড়ায়। আর তাতেই বাধ্য হয়ে পর্ষদকে এই প্রেস বিজ্ঞপ্তি জারি করতে হল।

4/5: প্রাথমিক শিক্ষা পর্ষদের এদিনের প্রেস বিজ্ঞপ্তির জেরে মোটামুটি একটা বিষয় নিশ্চিত হল, হুগলির বলাগড়ের প্রভাবশালী তৃণমূল নেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে টেট পরীক্ষার যে ওএম‌আর শিট পাওয়া গিয়েছে সেগুলি সবই পরীক্ষার্থীদের কপি। উল্লেখ্য, এবারের টেট পরীক্ষার শেষে প্রত্যেক পরীক্ষার্থী তাঁর উত্তরপত্রের একটি করে প্রতিলিপি বাড়ি নিয়ে আসতে পেরেছিলেন। সম্ভবত সেগুলোই কুন্তল ঘোষের ফ্ল্যাটে পাওয়া গিয়েছে।

5/5: তবে টেট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও উত্তরপত্রের প্রতিলিপি কেন কুন্তল ঘোষের বাড়িতে পাওয়া গেল তা নিয়ে বিতর্ক এখনই থামছে না। এই গোটা বিষয়টি জানার জন্য জোর তৎপরতা চালাচ্ছে সিবিআই। এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, যাবতীয় পদ্ধতি মেনেই খুব দ্রুত টেট পরীক্ষার রেজাল্ট বের করা হবে।

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join Kajkarmo Telegram.jpeg

🔥 গুরুত্বপূর্ণ লিংক: 👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ Join Now
✅ টেলিগ্রাম গ্রুপ Join Now

🔥 আরো গুরুত্বপূর্ন আপডেট 👇👇