মাইনোরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারা যাবে। নিয়োগ করা হবে গ্রুপ-C রিকভারি এজেন্ট পদে।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার DM অফিসের মাধ্যমে বিভিন্ন ব্লক এলাকায় এই নিয়োগ করা হচ্ছে। যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। এইবার এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কিছু জেনে নিন।
নোটিশ মেমো নম্বরঃ 15 (6)/ MA & ME
নোটিশ প্রকাশের তারিখঃ 06.01.2022
পদের নামঃ রিকভারি এজেন্ট (Recovery Agent)
বয়সসীমাঃ 01.01.2022 তারিখ অনুযায়ী 20 – 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
- সেইসাথে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
- কম্পিউটারে MS Word, MS Excel, MS Power Point, MS Access এবং ইন্টারনেট এর কাজ করতে পারতে হবে।
বিশেষ যোগ্যতাঃ
- আবেদনকারীকে অবশ্যই উত্তর দিনাজপুর জেলার ঐ এলাকার বাসিন্দা হতে হবে, যেখানে নিয়োগটি করা হচ্ছে।
- আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, পার্সি, শিখ এবং জৈন) অন্তর্গত হতে হবে।
শুন্যপদঃ 3 টি (গোলপুকুর ১-1, ইসলামপুর ব্লক-1, ইসলামপুর মিউনিসিপালিটি-1)
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত কোনো পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে কাজে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 13.01.2022
ইন্টারভিউয়ের স্থানঃ AMBER, DD-27/E, SALTLAKE, sECTOR-1, Kol-94.
ইন্টারভিউয়ের দিন যেসমস্ত ডকুমেন্ট লাগবেঃ
(1) বায়োডাটা (বায়োডাটার ফর্ম অফিসিয়াল নোটিশে দেওয়া আছে, ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট করতে হবে)।
(2) উচ্চমাধ্যমিক পাশ মার্কশীট এবং সার্টিফিকেট
(3) জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(4) আঁধার কার্ড এবং ভোটার কার্ড
(5) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে, নিয়োগ সংক্রান্ত বিষয়টি আরো ভালো করে বুঝে নেবেন।