রাজ্যের ন্যাশনাল হেলথ প্রোগ্রামের আওতায় বিভিন্ন পদে শূন্যপদ থাকায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক এর অধীনে এই নিয়োগ করা হবে। এখানে স্থায়ী ভাবে কর্মীদের নিয়োগ করা হবে না, সম্পূর্ণ ভাবে 1 বছরের চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে এখানে। পদ গুলির বিবরণ এবং আরও নানা সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন। তারপর চাকরির জন্য আবেদন করুন।
নোটিশ নং – Memo.no.DHFWS-II/OPMU/425
নোটিশ প্রকাশ – 18.04.2023
1. পদের নাম- সিনিয়র TB ল্যাবরেটরি সুপারভাইজার
শূন্যপদ – মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – আবেদন করার জন্য প্রার্থীদের,
- গ্র্যাজুয়েশনের সাথে DMLT থাকতে হবে অথবা, BMLT করে থাকতে হবে।
- পার্মানেন্ট দু চাকা গাড়ির লাইসেন্স থাকতে হবে।
- কম্পিউটার জ্ঞান থাকতে হবে। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – 40 বছর অবধি যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 25,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে।
2. পদের নাম- মেডিকেল অফিসার (Medical Officer)
শূন্যপদ – 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – MBBS ডিগ্রির সাথে Public Health এ MD অথবা ডিপ্লোমা করে থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা – 62 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – মাসিক 60,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে।
3. পদের নাম- কোয়ালিটি অ্যাসিওরেন্স (Quality Assurance)
যোগ্যতা – MBBS/BDS/AYUSH/Nursing গ্র্যাজুয়েট এবং Hospital Administration এ পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – 62 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম – মাসিক 40,000 টাকা করে এখানে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতার উপর নম্বর দিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে এখানে এবং সেই লিস্ট অনুসারে প্রার্থীদের কাজে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 6 নং পাতাতে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Office of the chief Medical Officer of Health (DPMU section Room number 7) New Administrative Building Old Out Door Campus PO-Suri, District:- Birbhum Pin-731101, West Bengal
আবেদন ফি
এখানে আবেদন করার জন্য UR এবং OBC দের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা
04.05.2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- কেন্দ্রের DPS-এ গ্রুপ সি চাকরি
- রাজ্যের বিদ্যুৎ উৎপাদন সংস্থায় চাকরি
- রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরানো হল অভিজিৎ গাঙ্গুলীকে