সাহিত্য অ্যাকাডেমিতে গ্রুপ-সি বিভিন্ন পদে চাকরি, 35 হাজার 400 টাকা মাসিক বেতন

Sahitya Akademi Group C Various Recruitment 2022

ভারত সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনকারী প্রার্থীদের সাহিত্য অ্যাকাডেমিতে গ্রুপ-সি (Group-C) বিভিন্ন পদে চাকরি দেওয়া হবে।

সমগ্র ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গত সব কয়টি জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিটি পদের জন্যই অতি উচ্চ হারে বেতন প্রদান করা হবে। বেকার চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি অত্যন্ত ভালো সুযোগ।

এখানে আবেদনের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য অর্থাৎ আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদের সংখ্যা সহ আরও অন্যান্য তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

Sahitya Akademi Group-C Recruitment 2022

Sahitya Akademi Group C Various Recruitment 2022

নোটিশ নম্বরঃ SA/50/4/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 29.10.2022

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

সাহিত্য অ্যাকাডেমিতে নিয়োগের তথ্য (Sahitya Akademi Recruitment Details)

(1) পদের নামঃ সিনিয়র অ্যাকাউন্টেট (Senior Accountant) 

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,400 থেকে 1,12,400 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয় গ্র‍্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং অ্যাকাউন্টেন্ট হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট এডিটর (Assistant Editor)   

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 56,100 থেকে 1,77,500 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লিটারেচারে গ্র‍্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(3) পদের নামঃ সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট (Sales Cum Exhibition Assistant)     

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,400 থেকে 1,12,400 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র‍্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা সহ বই বিক্রি ও সেলস প্রমোশনের টেকনিক সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক নলেজ থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(4) পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant)   

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,400 থেকে 1,12,400 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র‍্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং অ্যাকাউন্টেন্ট 5 বছরের অভিজ্ঞতা সহ বই বিক্রি ও পাবলিশিং টেকনিক সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক নলেজ থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(5) পদের নামঃ রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর (Receptionist cum Telephone Operator)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 25,500 থেকে 81,100 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র‍্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং হিন্দি ও ইংলিশে কথা বলতে দক্ষ থাকতে হবে। 

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(6) পদের নামঃ স্টেনোগ্রাফার গ্রেড II (Stenographer Grade II)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 25,500 থেকে 81,100 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং হিন্দি ও ইংলিশে টাইপিং স্পিড 80 w.p.m থাকতে হবে। 

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।

মোট শূন্যপদঃ 1 টি।

(7) পদের নামঃ সাব এডিটর (Sub Editor)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 35,400 থেকে 1,12,400 টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্টস বিষয়ে গ্র‍্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং সাব অরডিনেট ক্যাপাসিটিতে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক নলেজ থাকতে হবে।

বয়সসীমাঃ এই পদের জন্য প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের হয়েছে।

মোট শূন্যপদঃ

  • বাংলা – 1 টি।
  • ইংরেজি – 1 টি।

আবেদন পদ্ধতি

(1) বিজ্ঞপ্তি শুরুতেই বলা হয়েছে উপরের সমস্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

(2) প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো হবে পড়ে নিতে হবে।

(3) এরপরে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।

(4) ডাউনলোড করার পর অফিশিয়াল বিজ্ঞপ্তির 2 নম্বর পেজে আবেদন পত্রটি পেয়ে যাবেন। এখন আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে বের করতে হবে।

(5) আবেদনপত্রটি প্রিন্ট করার পর তারপরে আবেদন পত্রটিকে যত্ন সহকারে পূরণ করতে হবে এবং এর মধ্যে একটি সেলফ অ্যাটেস্টেড করা ছবিও যোগ করতে হবে।

(6) সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলিকে জেরক্স করতে হবে এবং সেগুলিকেও সেলফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে।

(7) শেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচের ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

e Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001. 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

নোটিশ প্রকাশ 29.10.2022
আবেদন শুরু 29.10.2022
আবেদন শেষ 28.11.2022

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন। 

(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
✅ অফিসিয়াল নোটিশ Download
✅ ডেইলি চাকরির আপডেট Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যের নবান্ন দপ্তরে চাকরি

🎯 রাজ্যের একটি স্কুলে গ্রুপ-সি ক্লার্ক নিয়োগ

🎯 সিবিআই দপ্তরে নিয়োগ ২০২২- পদের নাম, বেতন, শূন্যপদ! (Apply Now)