সাহিত্য অ্যাকাডেমি (Sahitya Akademi) ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি ভারতের প্রধান সাহিত্য প্রতিষ্ঠান হিসেবে সাহিত্য সংরক্ষণ ও প্রচার করে থাকে। এখানে তিন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিচে আমরা নিয়োগের বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি।
নোটিশ নং – SA/50/1/2023
নোটিশ প্রকাশ – 01 April 2023
পদের নাম, বেতন, যোগ্যতা ও অন্যান্য তথ্য
1. ডেপুটি সেক্রেটারি জেনারেল (Dy. Secretary- General)
শূন্যপদ – এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – অ্যাকাডেমি স্বীকৃত যে কোনো একটি ভাষাতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীদের। সাথে মার্কেটিং এবং সেলসের কাজে নূন্যতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকাও জরুরি। এর সাথে Ph.D ডিগ্রি এবং এডিটিংয়ের কাজে দক্ষতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 50 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – প্রার্থীদের মাসিক 67,700 – 2,08,700 টাকা বেতন দেওয়া হবে।
পোস্টিং – Head Office, New Delhi তে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের।
2) রিজিওনাল সেক্রেটারি (Regional Secretary)
শূন্যপদ – এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদন করার জন্য, প্রার্থীদের-
- অ্যাকাডেমি স্বীকৃত যে কোনো একটি ভাষাতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।
- ভারতীয় সাহিত্যের সাধারণ জ্ঞান এবং সাহিত্যিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ থাকতে হবে।
- পাবলিকেশন সংক্রান্ত কাজে অনন্ত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংরেজির জ্ঞান এবং অন্তত একটি আঞ্চলিক ভাষার জ্ঞান
এবং আঞ্চলিক সাহিত্যের সাধারণ সচেতনতা। - কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 50 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – প্রার্থীদের মাসিক 67,700 – 2,08,700 টাকা বেতন দেওয়া হবে।
পোস্টিং – Regional Office, Bengaluru, এবং Regional Office, Mumbai তে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের।
3) প্রোগ্রাম অফিসার (Programme Officer)
শূন্যপদ – এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদন করার জন্য, প্রার্থীদের-
- অ্যাকাডেমি স্বীকৃত যে কোনো একটি ভাষাতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।
- সাহিত্য সভা অনুষ্ঠিত করার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা – সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – প্রার্থীদের মাসিক 56,100-1,77,400 টাকা বেতন দেওয়া হবে।
পোস্টিং – Regional Office, Bengaluru, এবং Regional Office, Kolkata তে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অফলাইনে আবেদন করতে হবে। নীচের লিঙ্কটি ক্লিক করে আবেদনপত্র অর্থাৎ Application Form টি ডাউনলোড করে নিয়ে সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে নীচের ঠিকানায়।
আবেদন পাঠাবার ঠিকানা
The Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001.
আবেদনের সময়সীমা
১ মে, ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র উপরে উল্লেখিত ঠিকানায় পৌঁছে দিতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের জেলা হেলথ ডিসট্রিক্টে চাকরি
- ৭৫০০ শূন্যপদে কেন্দ্রীয় সরকারের চাকরির বিজ্ঞপ্তি
- রাজ্যের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে চাকরি