কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্টীল অথোরিটি অফ ইন্ডিয়া (Steel Authority of India Limited) বা SAIL, তাদের IISCO স্টিল প্যান্ট বার্নপুর-এ ট্রেড অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগ করবে। এখানে দুশোরও বেশি শূন্যপদ রয়েছে। প্রার্থীদের এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এখানে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কেবলমাত্র প্রার্থীদের ফাইনাল পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। এই অ্যাপ্রেনটিস নিয়োগ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
নোটিশ প্রকাশের তারিখ – 11.04.2023
পদের নাম এবং শূন্যপদ
1) ইলেকট্রিশিয়ান (Electrician)
শূন্যপদ – 65
2) ফিটার (Fitter)
শূন্যপদ – 57
3) রিগার (Rigger)
শূন্যপদ – 18
4) টার্নার (Turner)
শূন্যপদ – 12
5) মেশিনিস্ট (Machinist)
শূন্যপদ – 15
6) ওয়েল্ডার (Welder)
শূন্যপদ – 32
7) কম্পিউটার/ICTSM (Computer/ICTSM)
শূন্যপদ – 6
8) Ref. & AC
শূন্যপদ – 16
9) মেকানিক- মোটর ভিহাইকিল (Mechanic-Motor Vehicle)
শূন্যপদ – 05
10) প্লাম্বার (Plumber)
শূন্যপদ – 06
11) ড্রটম্যান- সিভিল (Draughtsman- Civil)
শূন্যপদ – 7
মোট শূন্যপদ
সব পদ মিলিয়ে এখানে মোট 239 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য নির্দিষ্ট ট্রেডে তিন বছরের ITI সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
18 থেকে 28 বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। SC/ST/OBC/PWD/EWS শ্রেনিদের জন্য বয়সের ছাড় রয়েছে।
স্টাইপেন্ড বা বেতন (Stipend)
প্রার্থীদের মাসিক 7000 থেকে 7700 টাকা বৃত্তি হিসেবে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
এখানে নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কেবলমাত্র প্রার্থীদের ITI কোর্সের ফাইনাল পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে NAPS পোর্টালে রেজিস্টার করতে হবে নিজেদের। NAPS পোর্টালে রেজিস্টার করার জন্য https://www.apprenticeshipindia.gov.in এই লিঙ্কটি ব্যবহার করতে হবে।
এর পরে নীচের ধাপগুলি অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Apprenticeship opportunities > Establishments > SAIL IISCO STEEL PLANT, Burnpur (E0317190001)
আবেদনের সময়সীমা
26 এপ্রিল, 2023 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যের স্বাস্থ্য দফতরে পুষ্টিবিদ নিয়োগ
- রাজ্যের মহিলা ও শিশু কল্যান দপ্তরে চাকরি
- রাজ্যের শিশু সুরক্ষা দফতরে চাকরি