পশ্চিমবঙ্গে আবারও একবার নতুন করে আর্মি র্যালির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের অন্তর্গত শিলিগুড়ি আর্মি রিক্রূটমেন্ট অফিসের অধীনে এই আর্মি র্যালিটি অনুষ্ঠিত হবে। এই আর্মি র্যালি দ্বারা অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে আবেদনপ্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাবেন।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ মোট ৮ টি জেলার প্রার্থীরা এই আর্মি র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
ইচ্ছুক প্রার্থীরা শিলিগুড়ি আর্মি র্যালিতে কিভাবে আবেদন করতে পারবে, কোন কোন শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে, বেতন কতো দেওয়া হবে, বয়সসীমা কতো লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হল।
Siliguri Army Rally 2022
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ অগ্নিবীর জেনারেল ডিউটি অল আর্মস (Agniveer General Duty All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 45 % নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রতি বিষয়ে কমপক্ষ 33 % নম্বর থাকতে হবে।
(2) পদের নামঃ অগ্নিবীর টেকনিক্যাল অল আর্মস (Agniveer Technical All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50 % নম্বর সহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং Math, Physics, Chemistry এবং English বিষয়ে কমপক্ষে 40 % নম্বর থাকতে হবে।
(3) পদের নামঃ অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল অল আর্মস (Agniveer Clerk/Store Keeper All Arms)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 60 % নম্বর সহ Science বিভাগ বা Arts বিভাগ বা Commerce বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
(4) পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান অল আর্মস 10th Pass (Agniveer Tradesman All Arms 10th Pass)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
(5) পদের নামঃ অগ্নিবীর ট্রেডসম্যান অল আর্মস 8th Pass (Agniveer Tradesman All Arms 8th Pass)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
র্যালির স্থানঃ
এই র্যালিটি Baikunthpur Army Ground এ অনুষ্ঠিত হবে।
র্যালির তারিখঃ
28 নভেম্বর 2022 থেকে 05 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে আর্মি র্যালি অনুষ্ঠিত হবে।
যেসমস্ত জেলা থেকে আবেদন করা যাবেঃ
জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই 8 (আট) টি জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
বেতনঃ
অগ্নিবীর প্রকল্পে প্রতিবছর অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হয়। এখানে প্রথম বছরে প্রতিমাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতিমাসে 33,000 টাকা, তৃতীয় বছরে প্রতিমাসে 36,000 টাকা এবং চতুর্থ বছরে প্রতিমাসে 40,000 টাকা বেতন দেওয়া হয়। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয়।
বয়সসীমাঃ
উপরের সমস্ত অগ্নিবীর পদের জন্য আবেদন প্রার্থীর সর্বনিম্ন বয়স সাড়ে 17 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। SC,ST শ্রেনিদের প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।
অন্যান্য যোগ্যতাঃ
- উচ্চতা- 162 থেকে 169 সেন্টিমিটার
- ওজন- 48 থেকে 50 কেজি
- বুকের মাপ- 77 সেন্টিমিটার + 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের নিম্নলিখিত উপায়ে নির্বাচন করা হবে।
- ফিজিক্যাল ফিটনেস টেস্ট।
- ফিজিকেল মেজারমেন্ট টেস্ট।
- মেডিকেল টেস্ট।
- কমন এন্ট্রান্স এক্সামিনেশন (CEE)।
👍 নিচের দেওয়া লিংকে ক্লিক করে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিজের মোবাইলে ডাউনলোড (PDF Notice Download) করে আরো ভালো করে জেনে নেবেন।
আবেদন পদ্ধতিঃ
শিলিগুড়ি আর্মি র্যালিতে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.joinindiaarmy.nic.in এ গিয়ে আবেদন করতে হবে।
সবারপ্রথমে নিজের নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- বসবাসের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট। (যদি থাকে)
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | _________ |
আবেদন শুরু | 05.08.2022 |
আবেদন শেষ | 03.09.2022 |
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 খাদ্য দপ্তরে জোন ভিত্তিক দারুন নিয়োগ
🎯 রাজ্যে WBPSC এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি
🎯 শুধু ইন্টারভিউ দিয়েই চাকরি: বেলুড় মঠ রামকৃষ্ণ শিক্ষামন্দিরে নিয়োগ