পশ্চিমবঙ্গ রাজ্যে সমাজ কল্যান দপ্তরে গ্রুপ-সি, গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে নিয়োগ করার জন্য চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার Social Welfare Section অর্থাৎ সমাজ কল্যান দপ্তরে এই নিয়োগ করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
আমাদের রাজ্যের ২৩ টি জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। কোন কোন পদে নিয়োগ হবে, পদ অনুযায়ী শূন্যপদ কয়টি রয়েছে, কিভাবে আবেদন করতে হবে তা নিচের দেওয়া তথ্য থেকে আপনি পরপর জানতে পারবেন।
নোটিশ নং – 1085(36)/SW/BWN
নোটিশ প্রকাশ – 19/05/2023
1. পদের নাম- প্যারামেডিক্যাল স্টাফ (মহিলা)
শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং Nursing / Pharmacy তে ডিপ্লোমা থাকতে হবে। সাথে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে।
বয়সসীমা – 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম – মাসিক 12,000 টাকা বেতন দেওয়া হবে।
2. পদের নাম- হাউস মাদার (মহিলা)
শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাইল্ড কেয়ারে।
বয়সসীমা – 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম – মাসিক 14,564 টাকা বেতন দেওয়া হবে।
3. পদের নাম- অফিস ইন চার্জ (মহিলা)
শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – LLB অথবা মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে Psychology / Social Work / Social Sciences এ। সাথে, কাজের অভিজ্ঞতা (সংশ্লিষ্ট ক্ষেত্রে) এবং কম্পিউটার ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – 27 থেকে 42 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম – মাসিক 33,100 টাকা বেতন দেওয়া হবে।
4. পদের নাম- আউটরিচ ওয়ার্কার (Outreach Worker)
শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে। ভালো কমিউনিকেশন স্কিল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম – মাসিক 12,000 টাকা বেতন দেওয়া হবে।
5. পদের নাম- আয়া (মহিলা)
শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে।
বয়সসীমা – 21 থেকে 50 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম – মাসিক 12,000 টাকা বেতন দেওয়া হবে।
6. পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট
শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে। কম্পিউটার স্কিল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা – 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম – মাসিক 11,880 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
পদ অনুয়ায়ী লিখিত পরীক্ষা, ইন্টারভিউ নিয়ে প্রার্থীদের নিয়োগ করা হবে। বিশদে জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
(1) অনলাইনে আবেদন করতে হবে এখানে। নোটিশে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা করে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে। যে পদে আবেদন করতে চান, সেই পদের জন্য নির্দিষ্ট ফর্মটি প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে ফিলাপ করে সাবমিট করে দিন।
(2) আয়া পদটির জন্য অফলাইনে আবেদন করতে হবে।
এর জন্য অফিসিয়াল নোটিশের শেষ পাতায় থাকা আবেদন পত্রটি ভর্তি করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আয়া পদের জন্য আবেদন পাঠাবার ঠিকানা
District Social Welfare Officer Office of the District Magistrate
Social Welfare Section Sub Station Building, near Hawkers’ Market,
Purba Bardhaman-713 101.
আবেদনের সময়সীমা
অনলাইন এবং অফলাইন, দুই ভাবেই এখানে আবেদন করার শেষ দিন 05/06/2023।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- রেল কর্পোরেশনে চাকরি ২০২৩, স্থায়ী ও অস্থায়ী পদে কর্মী নিয়োগ
- রাজ্যে শ্রম দপ্তরে চাকরি! 56,100 টাকা প্রতি মাসে বেতন
- রাজ্যের আরো একটি জেলাতে লাইব্রেরিয়ান নিয়োগ
- অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে চাকরি, ৫৫ হাজার টাকা মাসিক বেতন