প্রতিবছরের মতো এই বছরেও এসএসসি সিজিএল পরীক্ষার বিজ্ঞপ্তি (SSC CGL Recruitment Notice 2022) প্রকাশিত হলো। সারা ভারতের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা এই চাকরির পরীক্ষার জন্য অপেক্ষায় থাকে। গত 17 সেপ্টেম্বর তারিখে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
SSC CGL পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ-বি (Group-B) এবং গ্রুপ-সি (Group-C) বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে SSC CGL 2022 এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
আপনি যদি প্রথমবারের মতো এসএসসি CGL পরীক্ষা দেওয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই বিস্তারিত জেনে নিয়ে তারপরে আবেদন করবেন। এই চাকরির জন্য গ্রুপ সি এবং গ্রুপ বি কোন কোন পদ রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হয়, বয়সসীমা কত থাকতে হবে এবং আবেদন কিভাবে করতে হবে সে সম্পর্কে নিচে থেকে পরপর জেনে নিন।
অফিসিয়াল নোটিশ নম্বর: HQ-PPI03/11/2022-PP_1
নোটিশ প্রকাশের তারিখ: 17 সেপ্টেম্বর 2022
আবেদনের মাধ্যম: শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
SSC CGL 2022 Recruitment Notice Details
CGL এর সম্পূর্ণ নাম (CGL Full Form in Bengali)
CGL এর ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম হচ্ছে- Combined Graduate Level (Exam).
SSC CGL যেসমস্ত পদে নিয়োগ হবে (SSC CGL Recruitment 2022 Posts)
গ্রুপ-B এবং গ্রুপ-C বিভিন্ন পদে SSC CGL 2022 এর মাধ্যমে নিয়োগ করা হবে। গ্রুপ-বি এবং গ্রুপ-সি এর যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল-
Group B
Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Inspector of Income Tax, Inspector, (Central Excise), Inspector (Preventive Officer), Inspector (Examiner), Assistant Enforcement Officer, Sub Inspector, Inspector Posts, Inspector, Assistant, Divisional Accountant, Sub-Inspector/ Junior Intelligence Officer, Junior Statistical Officer.
Group C
Auditor, Accountant, Accountant/ Junior Accountant, Postal Assistant/ Sorting Assistant, Senior Secretariat Assistant/ Upper Division Clerks, Senior Administrative Assistant, Tax Assistant, Sub-Inspector, Upper Division Clerks.
মাসিক বেতন (SSC CGL Recruitment 2022 Salary)
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো রয়েছে। প্রতিমাসে 25,500 টাকা থেকে শুরু করে 1,51,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়স সীমা (SSC CGL Recruitment 2022 Age Limit)
গ্রুপ-B এবং গ্রুপ-C এর আলাদা আলাদা পদের জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে।
বয়সের ছাড় (SSC CGL Recruitment 2022 Age Relaxation)
- SC, ST শ্রেণীরা 5 বছরের।
- OBC শ্রেণীরা 3 বছরের।
- PwBD শ্রেণীরা 10 থেকে 15 বছরের বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা (SSC CGL Recruitment 2022 Educational Qualification)
গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস (Graduation Pass) করে থাকলেই এসএসসি সিজিএল ২০২২ চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
শূন্যপদ (SSC CGL Recruitment 2022 Vacancy)
20 হাজারেরও বেশি শূন্যপদে SSC CGL 2022 নিয়োগ করা হবে।
SSC CGL অনলাইন আবেদন প্রক্রিয়া (SSC CGL Recruitment 2022 Application Process)
- SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমে চাকরি প্রার্থীকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগইন ডিটেলস দিয়ে লগইন করতে হবে। এরপর আবেদনকারীকে তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ দরকারি সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে।
- সবশেষে আবেদন ফি পেমেন্ট করে অনলাইন অ্যাপ্লিকেশন (SSC CGL Online Application) সম্পূর্ণ করতে হবে।
- যাদের আগে থেকে এসএসসি (SSC) এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। পুরনো লগইন ডিটেলস দিয়ে পুনরায় লগইন করে আবেদন করতে পারবে।
এসএসসি সিজিএল আবেদন ফি (SSC CGL Recruitment 2022 Application Fee)
- 100 টাকার আবেদন ফি জমা দিতে হবে।
- SC, ST, PwBD, Ex-serviceman এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।
- অনলাইন UPI, নেট ব্যাঙ্কিং অথবা Visa, Mastercard, Maestro, Rupay Credit or Debit cards এর মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা করা যাবে।
- সেইসাথে State Bank of India তে অফলাইনে চালানের মাধ্যমেও আবেদন ফি জমা করা যাবে।
- অনলাইনে আবেদন ফি জমার শেষ তারিখ 09.10.2022 এবং অফলাইনে আবেদন ফি জমার শেষ তারিখ 10.10.2022।
নিয়োগ প্রক্রিয়া (SSC CGL 2022 Recruitment Process)
দুটো Tier এর কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
(1) Tier I Exam:
- 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
- সময়সীমা থাকবে 1 ঘন্টা।
- পরীক্ষার প্রশ্ন হবে MCQ টাইপের।
- প্রশ্ন থাকবে ইংরেজি এবং হিন্দি ভাষাতে।
- একটি প্রশ্নের ভুল উত্তর দিলে 0.50 নম্বর কাটা হবে।
(2) Tier II Exam:
- মোট তিনটি পেপারের পরীক্ষা হবে। Paper-I, Paper-II এবং Paper-III.
- মোট নম্বর থাকবে 850.
- Paper-I পরীক্ষার জন্য সময় থাকবে 1 ঘন্টা।
- Paper-II পরীক্ষার জন্য সময় থাকবে 1 ঘন্টা।
- Paper-III পরীক্ষার জন্য সময় থাকবে 2 ঘন্টা।
SSC CGL 2022 পরীক্ষার সিলেবাস (SSC CGL 2022 Exam Syllabus)
SSC CGL Tier-I Exam Syllabus
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
1. General Intelligence and Reasoning | 25 | 50 |
2. General Awareness | 25 | 50 |
3. Quantitative Aptitude | 25 | 50 |
4. English Comprehension | 25 | 50 |
মোট | 100 | 200 |
SSC CGL Tier-II Exam Syllabus
পরীক্ষার সেন্টার (SSC CGL Recruitment 2022 Exam Centre in West Bengal)
পশ্চিমবঙ্গের আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি- তে এসএসসি সিজিএল ২০২২ পরীক্ষার (SSC CGL 2022 Exam) সেন্টার রয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 17.09.2022 |
আবেদন শুরু | 17.09.2022 |
আবেদন শেষ | 08.10.2022 |
Tier-I পরীক্ষা | ডিসেম্বর 2022 |
Tier-II পরীক্ষা | পরে জানানো হবে |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে WBPSC এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি
🎯 ইন্ডিয়ান পোস্টে গ্রুপ-C চাকরি