সুপারভাইজার সহ আরো অন্যান্য পদের চাকরির নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেন্দ্রীয় নিয়োগ সংস্থা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ UPSC এর মাধ্যমে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্বাচিত প্রার্থীদের ভারতের যে কোনো স্থানে পোস্টিং দেওয়া হতে পারে। আবেদন জানাতে হবে অনলাইনে। নিয়োগের বিষয়ে সব কিছু জেনে নিন।
নোটিশ নং – NO.08/2023
নোটিশ প্রকাশ – 21/04/2023
1. পদের নাম- সুপারভাইজার / Supervisor Inclusive Education
শূন্যপদ – এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – মাস্টার্স ডিগ্রির সাথে বি এড করে থাকলে এখানে আবেদন করা যাবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বয়সসীমা – 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – 7th CPC এর লেভেল 09 হিসেবে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. পদের নাম- সায়েন্টিস্ট / Scientist ‘B’ (Toxicology)
শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – Chemistry বা Biochemistry বা Pharmacology বা Pharmacy বা Forensic Science সাথে Chemistry তে মাস্টার্স ডিগ্রি করে থাকলে এখানে আবেদন করা যাবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বয়সসীমা – 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – 7th CPC এর লেভেল 10 হিসেবে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. পদের নাম- অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর / Additional Assistant Director (Safety)
শূন্যপদ – এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – Mechanical বা Electrical বা Chemical বা Marine বা Production বা Industrial বা Instrumentation বা Civil Engineering বা Architecture বা Textile বা Textile Chemistry বা Textile Technology বা Computer Science বা Electronics & Communication এ বি টেক ডিগ্রির সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বয়সসীমা – 30 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – 7th CPC এর লেভেল 07 হিসেবে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
4. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সয়েল কনজারভেশন অফিসার / Assistant Soil Conservation Officer
শূন্যপদ – এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা – Agronomy বা Agriculture with Agronomy বা Agricultural Chemistry বা Soil Science বা Agricultural Extension বা Agricultural Economics বা Agriculture Botany বা Botany বা Forestry তে মাস্টার্স ডিগ্রির সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বয়সসীমা – 35 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম – 7th CPC এর লেভেল 10 হিসেবে এখানে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান
দেশের যে কোনো প্রান্তে পোস্টিং দেওয়া হতে পারে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। https://upsc.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে Registration Form (Online) অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR এবং OBC পুরুষ দের 25 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। তবে বাকি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য রাখা হয়নি এখানে।
আবেদনের সময়সীমা
11.05.2023 তারিখের 23.59 pm এর মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇
- CRPF গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি
- দক্ষিণ-পূর্ব রেলে চাকরি
- ইন্ডিয়ান নেভিতে চাকরি
- UPSC-এর মাধ্যমে মেডিক্যাল সার্ভিসে চাকরি