কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরিতে তৃতীয় লিঙ্গের সুযোগ, জারি হলো নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি

Third Gender Opportunity in Kolkata Police Constable Job

1/11: রাজ্যের তৃতীয় লিঙ্গদের মানুষের জন্য দারুন সুখবর নিয়ে এল রাজ্য সরকার। এবার থেকে কলকাতা পুলিশের কনস্টেবল পদে যোগদান করতে পাবেন তৃতীয় লিঙ্গের মানুষও। রবীন্দ্র সদনে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার পার্সনস ডেভেলপমেন্ট বোর্ডের এক সভাতে এসে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এমনটাই ঘোষণা করলেন।

2/11: পাশাপাশি ওইদিন তৃতীয় লিঙ্গের কিছু মানুষের হাতে সরকারি শংসাপত্র ও পরিচয়পত্র তুলে দিলেন তিনি। এই খবরে স্বভাবতই খুশির হাওয়া রাজ্যের তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে।

3/11: শশী পাঁজা সভাতে গিয়ে বলেন, চলতি বছর থেকে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পাবেন তৃতীয় লিঙ্গেরাও। নিয়োগের আবেদনপত্রে মহিলা, পুরুষ সহ তৃতীয় লিঙ্গের উল্লেখও থাকবে।

4/11: এদিকে, রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষেরা চলতি বছরের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন

5/11: এঁদের বয়সের ক্ষেত্রে মিলবে ৩ বছরের ছাড়ও। পুলিশে যোগদান করার জন্য এঁদের উচ্চতা হতে হবে ১৬৩ সেমি এবং ওজন হতে হবে ৫২ কেজি। তবে গোর্খা, ST এবং রাজবংশীদের ক্ষেত্রে উচ্চতা ও ওজনে ছাড় দেওয়া হয়েছে

6/11: এক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেমি এবং ওজন ৪৮ কেজি হলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে এঁদের ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে ৩.৩০ মিনিটে

7/11: রাজ্য পুলিশে রূপান্তরকামীদের জন্য চাকরির পদ সংরক্ষণ করার সিদ্ধান্ত যদিও বহু অনেক আগেই গৃহীত হয়েছিল মন্ত্রিসভায়। সাথে হাসপাতালগুলোতে চলছিল রূপান্তরকামীদের জন্য আলাদা ওয়ার্ড গঠনের চিন্তা ভাবনা। কিন্তু সরকারিভাবে শংসাপত্র দেওয়া হচ্ছিল না রাজ্যের রূপান্তরকামীদের।

WBPRB 3rd Gender Notice

8/11: পরে যদিও, ২০১৯ সালের কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী রূপান্তরকামীদের এই শংসাপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল সরকারের তরফে। শংসাপত্র দেওয়ার কাজ চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফে কিন্তু ১৪ জন এই শংসাপত্র হাতে পাওয়ার পরেই তা বন্ধ হয়ে যায়।

9/11: এই শংসাপত্র ইস্যু করে থাকেন নির্দিষ্ট জেলার কালেক্টর বা জেলাশাসক। আইনত, কালেক্টর অফিস থেকে এক মাসের মধ্যেই আবেদনকারীর শংসাপত্র পেয়ে যাওয়ার কথা। কিন্তু সরকারের তরফে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়নি ফলে মাঝ পথেই থেমে গিয়েছিল শংসাপত্র বিলির কাজ।

10/11: অবশেষে এই জট কাটে এবং এরই প্রেক্ষিতে রবীন্দ্রসদনে এ রাজ্যের রূপান্তরকামীদের হাতে শংসাপত্র তুলে দেন শশী পাঁজা। ফলত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যের রূপান্তরকামীরা।

11/11: সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের শতাধিক রূপান্তরকামীর শংসাপত্রের আবেদন আটকে রয়েছে। তবে সরকারের তরফে ইতিমধ্যেই প্রতিটি জেলা আধিকারিকদের শংসাপত্র দেওয়ার নোটিশ জারি করা হয়ে গিয়েছে। তাই আবেদনকারী বাকি রূপান্তরকামীরাও তাদের শংসাপত্র খুব শীঘ্রই হাতে পেয়ে যাবেন

Official Notice: Download

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇