ফিল্ড সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, শতাধিক শূন্যপদে চাকরি | WAPCOS Field Supervisor Recruitment

WAPCOS Field Supervisor Recruitment

একশোর বেশি শূন্যপদে ফিল্ড সুপারভাইজার পদে লোক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি মূলত WAPCOS লিমিটেড-এর অধীনে করা হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট এজেন্সির মধ্যাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের প্রোজেক্টের কাজের জন্য শূন্যপদ থাকায় এই নিয়োগ করা হচ্ছে। 

এখন আমরা জেনে নেব এই চাকরির জন্য নির্বাচিত হতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সাথে চাকরি পেলে প্রতি মাসে কত টাকা পাওয়া যাবে, মোট কয়টি শূন্যপদ বা ভ্যাকান্সি রয়েছে এবং এই চাকরির জন্য কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়ে। 

WAPCOS Field Supervisor Recruitment

WAPCOS Field Supervisor Recruitment

নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: 5/831/2023/ INFS /Gurgaon

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 27/01/2023

আবেদনের মাধ্যম: অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। 

ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে: 

ফিল্ড সুপারভাইজার (Expert as Field Supervisor) 

মোট শূন্যপদ: 

মোট 120 টি শূণ্যপদে ফিল্ড সুপারভাইজার পদে চাকরির জন্য নিয়োগ করা হবে। 

মাসিক বেতন: 

প্রতিমাসে বেসিক বেতন 14,000 থেকে 17,000 টাকা দেওয়া হবে। সেই সাথে প্রতি মাসে বাইক Allowance 3000 টাকা এবং ল্যাপটপ Allowance 1000 টাকা করে দেওয়া হবে। 

আবেদনের জন্য বয়সসীমা: 

উক্ত ফিল্ড সুপারভাইজার পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 40 বছরের কম হতে হবে। বয়সের হিসেব করা হবে 1 জনুয়ারি 2023 তারিখ অনুযায়ী। 

চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা:

Electrical Engineering/ Electrical & Electronics/ Electronics & Communication/ Electronics & Instrumentation- এই বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে Diploma/B.E./B.Tech ডিগ্রি করা থাকতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউ (Walk-in Interview) এর মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে উপযুক্ত প্রার্থীদের বাছাই করে উক্ত ফিল্ড সুপারভাইজার পদের চাকরির জন্য নিয়োগ করা হবে। 

ইন্টারভিউ এর তারিখ: 04/02/2023 এবং 05/02/2023

ইন্টারভিউ এর সময়: সকাল 10:00 টা থেকে বিকেল 05:00 টা পর্যন্ত ইন্টারভিউ এর প্রক্রিয়া চলবে। 

ইন্টারভিউ এর স্থান: WAPCOS Project Office, Lucknow, 3/309, Vikrant Khand, Gomti Nagar, Lucknow (UP)-226010. 

ইন্টারভিউ এর জন্য আবেদন প্রক্রিয়া: 

আবেদনকারীকে একটি সিভি (CV) বা বায়োডাটা বানিয়ে ইন্টারভিউয়ের উক্ত দিনে নিয়ে যেতে হবে। ওই সিভিতে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত দরকারি তথ্য দিতে হবে। 

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join Kajkarmo Telegram.jpeg

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ-Join Now

✅ নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট-Click Here

নিয়োগের অফিসিয়াল নোটিশ-Download

 ডেইলি চাকরির আপডেট-Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇