রাজ্যের কৃষি ও সেচ দপ্তরে কর্মী নিয়োগ, এই চাকরিতে প্রতিমাসে 25,000 টাকা বেতন

wb agriculture department recruitment

রাজ্যের কৃষি ও সেচ দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। 

পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীদের আবেদন করতে পারবেন। সাবজেক্ট ম্যাটার, স্পেশালিস্ট ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

রাজ্যের কৃষি ও সেচ দপ্তরে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

wb agriculture department recruitment

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট (Subject Matter Specialist)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 25,000  টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার / হর্টিকালচার বা ফরেস্ট্রি তে ব্যাচেলরস ডিগ্রী থাকতে হবে। সংশ্লিষ্ট দপ্তরে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

(2) পদের নামঃ একাউন্টেন্ট (Accountant)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। কমপক্ষে 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

(3) পদের নামঃ ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসের 7,500  টাকা বেতন দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

(4) পদের নামঃ WDT ইঞ্জিনিয়ারিং (WDT Engineering)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসের 10,000  টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 02 টি।

(5) পদের নামঃ WDT লাইভলিহুড (WDT Livelihood)  

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসের 10,000  টাকা বেতন দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার, ফরেস্ট্রি বা প্লান্ট সাইন্সে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 02 টি।

(6) পদের নামঃ WDT সোশ্যাল ওয়েলফেয়ার (WDT Social Welfare)  

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসের 10,000  টাকা বেতন দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোস্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল সাইন্স বা রুরাল ডেভেলপমেন্ট এ গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 02।

(7) পদের নামঃ WDT মাইক্রো এন্টারপ্রাইজ (WDT Micro Enterprise)

বেতনঃ উক্ত পদের জন্য প্রতিমাসের 10,000  টাকা বেতন দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স রুরাল ডেভেলপমেন্ট বা ইকোনোমিক্স এ গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 02।

বয়সসীমাঃ 

উপরের সমস্ত পদগুলোতে আবেদন করতে হলে আবেদন প্রার্থীর বয়স 65 বছরের কম হবে।

আবেদন পদ্ধতিঃ
  1. উপরিউক্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
  2. নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
  3. আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  4. উল্লেখিত নথিপত্রগুলি আবেদনপত্রের সঙ্গে যোগ করতে হবে।
  5. সবশেষে আবেদনপত্র প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামের ভেতরে রেখে সঠিক ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  3. বয়সের প্রমাণপত্র।
  4. কাস্ট সার্টিফিকেট।
  5. কম্পিউটার সার্টিফিকেট।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ

The Project Manager, WCDC, Paschim Bardhaman & Deputy Director of Agriculture, Soil & Water Management, Burdwan, Krishi Bhavan, 4 th Floor, DSF Campus, Kalna Road, Purba Bardhaman.

গুরুত্বপূর্ণ তারিখ 
নোটিশ প্রকাশ 15.07.2022
আবেদন শুরু 15.07.2022
আবেদন শেষ 18.08.2022 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-