পশ্চিমবঙ্গের বেংডুবি আর্মি পাবলিক স্কুল (Army Public School, Bengdubi) থেকে নন টিচিং স্টাফ এবং টিচিং স্টাফ নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে হেড ক্লার্ক (Head Clerk), লোয়ার ডিভিশন ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হবে।
প্রথমেই জানিয়ে এই আর্মি পাবলিক স্কুলটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এলাকার একটি স্কুল। এই চাকরি গুলির জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরি প্রার্থী আবেদন করতে পারবে।
আপনিও কি এই চাকরি করার জন্য আবেদন করতে চান? আচ্ছা তাহলে পদ্গুলির নাম, আবেদন প্রক্রিয়া, বেতন কাঠামো, নিয়োগ প্রক্রিয়া সহ দরকারি সমস্ত তথ্য গুলি নিচে থেকে এক এক করে জেনে নিন। তারপর চাইলে আবেদন করতে পারবেন।
Bengdubi Army Public School Recruitment 2022
নিয়োগের তথ্য (Recruitment Details)
টিচিং স্টাফ (Teaching Staff)
(1) পদের নাম- Post Graduate Teacher (PGT)
যেসমস্ত বিষয়ে নিয়োগ করা হবে- ফিজিক্স, ইকোনমিক্স, গনিত
শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। সেইসাথে কমপক্ষে 50% নম্বর পেয়ে B.Ed করা থাকোতে হবে।
(2) পদের নাম- Trained Graduate Teacher (TGT)
যে বিষয়ে নিয়োগ করা হবে- ফিজিকাল এডুকেশন (Physical Education)
শিক্ষাগত যোগ্যতা- চার বছরের B.P.Ed ডিগ্রি কোর্স অথবা তিন বছরের গ্র্যাজুয়েশন এবং এক বছরের B.P.Ed ডিপ্লোমা করা থাকতে হবে অথবা Physical Education, Health Education, Sports- এ B.Sc এবং এক বছরের B.P.Ed ডিপ্লোমা করতে হবে।
নন টিচিং স্টাফ (Non Teaching Staff)
(3) পদের নাম- হেড ক্লার্ক (Head Clerk)
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। ৫৫ বছরের কম বয়সী এক্স সার্ভিসম্যান যার কাজের অভিজ্ঞতা থাকবে ৫-১০ বছর। সেইসাথে হেড ক্লার্ক হিসেবে অফিস ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্ট হান্ডলিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(4) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ হতে হবে অথবা ক্লার্ক হিসেবে কাজ করার ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে MS office এর কাজের জ্ঞান থাকতে হবে। সেইসাথে প্রতি ঘণ্টায় কম্পিউটারে 12000 key Depression এ টাইপ করতে পারতে হবে এবং অ্যাকাউন্টিং এর বেসিক জ্ঞান থাকতে হবে। ।
(5) পদের নাম- নার্সিং অ্যাসিস্ট্যান্ট- মহিলা (Nursing Assistant- Female)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ এবং নার্সিং-এ ডিপ্লোমা করা থাকতে হবে। সেইসাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতনঃ
স্কুলের নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে। অফিসিয়াল নোটিশে এমনটাই জানান হয়েছে।
👉 এই বিষয়ে আরো জানার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি (Official Notification) মোবাইলে ডাউনলোড (Download) করুন।
নিয়োগের স্থানঃ
দার্জিলিং জেলার বেংডুবি আর্মি পাবলিক স্কুল (Army Public School, Bengdubi)-এ নিয়োগ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট (প্রযোজ্য হলে) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের বাছাই করে নির্দিষ্ট পদের চাকরির জন্য নিয়োগ করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই খুব তাড়াতাড়ি নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 29 আগস্ট 2022
ইন্টারভিউয়ের স্থানঃ PANIGHATA ROAD, PO: BENGDUBI, DIST: DARJEELING, PIN-734424 (WEST BENGAL).
আবেদন প্রক্রিয়াঃ
📌 এই চাকরির জন্য আগে থেকে আবেদন করার বা কোনো ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে না। ইন্টারভিউয়ের দিন একটি ফর্ম ফিল আপ করে এবং শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে।
📌 অ্যাপ্লিকেশন ফর্মটি অফিসিয়াল নোটিশের সাথে দেওয়া আছে। তাই যারা এই চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাই তাদেরকে নিচের দেওয়া লিংকে ক্লিক করে নোটিশ ডাউনলোড করতে হবে।
📌 তারপর নোটিশের সাথে থাকা অ্যাপ্লিকেশন ফর্ম (Application Form) টি A4 মাপের পেজে প্রিন্ট করতে হবে।
📌 ফর্ম প্রিন্ট করার পর সেটি সঠিকভাবে পূরন করে দরকারি ডকুমেন্টগুলি সাথে করে নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের স্থানে নিয়ে যেতে হবে।
👉 বিঃদ্রঃ ইন্টারভিউয়ের দিনই লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট (প্রযোজ্য হলে) নেওয়া হবে।
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ
🎯 নন টিচিং ক্যাজুয়াল ডেইলি বেসিসে চাকরি
🎯 প্রতি বছর টেট (TET) পরীক্ষা হবে- নতুন ঘোষনা